shono
Advertisement

নতুন প্রকল্পের ঘোষণা? কতটা বাড়বে বরাদ্দ? লক্ষ্মীবারে রাজ্য বাজেটে নজর আমজনতার

আমজনতার মুখে হাসি ফোটাতে পারেনি কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট। এবার নজরে রাজ্য বাজেট। লক্ষ্মীবারে দুপুর তিনটে নাগাদ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে এই বাজেট কতটা 'মমতাময়ী' হয়, সেদিকেই নজর সকলের।
Posted: 08:57 AM Feb 08, 2024Updated: 12:42 PM Feb 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার মুখে হাসি ফোটাতে পারেনি কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট। এবার নজরে রাজ্য বাজেট(West Bengal Budget 2024)। লক্ষ্মীবারে দুপুর তিনটে নাগাদ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে এই বাজেট কতটা ‘মমতাময়ী’ হয়, সেদিকেই নজর সকলের।

Advertisement

৪৮ ঘণ্টা শীতের মধ্যে রেড রোডে ধরনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুলো, গাড়ির ধোঁয়া, রংয়ের গন্ধে গলায় ইনফেকশন হয়েছে তাঁর। ১০১ জ্বর নিয়ে বুধবার হাওড়ার সাঁতরাগাছিতে প্রশাসনিক সভা করেন মমতা। সূত্রের খবর, গত দুদিন অসুস্থতা সত্ত্বেও বাজেটের কাজ প্রস্তুত করেছেন মুখ্যমন্ত্রী। গত ১২ বছরে কোনও বাজেটেই জনগণের উপর কোনও বোঝা চাপাননি মমতা। উলটে নানা প্রকল্পের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের ঘরে ঘরে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এবারের বাজেটও ঠিক সেই পথেই তৈরি হয়েছে বলেই সূত্রের খবর।

[আরও পড়ুন: এক দেশ, এক আইন! ইতিহাস গড়ে উত্তরাখণ্ডে পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল]

‘মা-মাটি-মানুষে’র সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী ক্ষমতায়নে নানা পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র মতো প্রকল্প রয়েছে বাংলায়। তেমনই আবার পড়ুয়াদের জন্য রয়েছে ‘সবুজসাথী’, ‘কন্যাশ্রী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’। ‘যুবশ্রী’ প্রকল্পের সুবিধাও পান বহু যুবক। আবার বাংলার প্রবীণ নাগরিকদের জন্য ‘বয়স্ক ভাতা’র ব্যবস্থাও করেছেন মমতা। তৃণমূলের আমলে চিকিৎসাক্ষেত্রেও ব্যাপক বদল এসেছে। হাসপাতালগুলির মানোন্নয়ন থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসার জন্য ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পও রয়েছে। রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে বিরোধীরা কুৎসা করলেও, যথেষ্ট খুশি কোটি কোটি উপভোক্তা।

বিগত বাজেটগুলিতে উপরোক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সেই ধারা বজায় রেখে লোকসভা নির্বাচনের আগে এবারের বাজেটেও অবশ্যই প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বুধবার সাঁতরাগাছির প্রশাসনিক সভামঞ্চ থেকে মমতা বলেন, “বৃহস্পতিবার রাজ্যের বাজেট। তাই এখানে সবটা বলছি না।” ওয়াকিবহাল মহলের মতে, মমতার মন্তব্য থেকেই স্পষ্ট বাজেটে কোনও না কোনও বিশেষ চমক রয়েছেই।

[আরও পড়ুন: ‘আর মাত্র কয়েক ঘণ্টা!’, সংসদ ভবন থেকে ছবি দিয়ে জল্পনা উসকে দিলেন দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement