সোমনাথ রায়: সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা (DA Case)। মামলাটি গিয়েছে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। ১৬ জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার এই মামলার শুনানি হবে।
গত বছর ডিসেম্বরে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) এই মামলা থেকে সরে দাঁড়ান। তার প্রায় এক মাস পর নতুন বেঞ্চে গঠন করল সুপ্রিম কোর্ট। তবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এই মামলায় নতুন নন। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চেও ছিলেন তিনি। নতুন বেঞ্চে শুধু বিচারপতি দত্তের জায়গায় বিচারপতি হৃষীকেশ রায় এসেছেন।
[আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা’য় এবার রঘুরাম রাজন, রাহুলের সঙ্গে পা মেলালেন RBI-এর প্রাক্তন গভর্নর]
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় সবপক্ষের হলফনামা তলব করে শীর্ষ আদালত (Supreme Court)। গত ১৪ ডিসেম্বরের আগে হলফনামা জমা দিতে বলা হয়েছিল। যে ওই শুনানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সরকারি কর্মীরা। কিন্তু ১৪ তারিখ মামলাটি শুনতেই চাননি বিচারপতি বিচারপতি দীপঙ্কর দত্ত। মামলার কোনও এক পক্ষ দীপঙ্কর দত্তর এজলাস নিয়ে আপত্তি জানায়। ফলে তিনি মামলাটি শুনতে অস্বীকার করেন। তিনি জানান, “আমি আসায় কর্মীদের মধ্যে অতি-উৎসাহ তৈরি হয়েছে। তাই আমি শুনব না।”
[আরও পড়ুন: ‘ভারত জোড়ো’র শেষদিন শক্তি প্রদর্শন! তৃণমূল-সহ ২১ দলকে আমন্ত্রণ কংগ্রেসের]
তখনই জানা গিয়েছিল নতুন বেঞ্চ তৈরি করে এই মামলার শুনানি হবে। এক মাসের মাথায় নতুন বেঞ্চ গড়ে শুনানি হবে। বকেয়া ডিএ চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কলকাতা হাই কোর্টের পর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। বলেছিলেন, “বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্যকে বিরাট আর্থিক বোঝা টানতে হবে।” তাই বিষয়টি বিবেচনা করার আরজি জানান তিনি। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন, এটা সরকারি কর্মচারীদের অধিকার। সব রাজ্যে দেওয়া হয়। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্য-সহ সকল পক্ষের হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট। আগামী ১৬ জানুয়ারি মামলার শুনানি হবে।