সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌরবের নয়। দুঃখ, যন্ত্রণা, শোকের বার্তাবহ। রাজভবনে ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে তীব্র নিন্দা তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র (Jago Bangla) সম্পাদকীয়তে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও রাজ্যের সাংবিধানিক প্রধানের বাসভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হল সমারোহে। অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিজেপির প্রায় সমস্ত রাজ্যস্তরের নেতারাই। নাচ-গান-বসে আঁকো-সহ একাধিক অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। শুধু তাই নয়, বক্তব্যে বঙ্গবাসীকে ‘পশ্চিমবঙ্গ দিবসে’র শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: বাবা হলেন দক্ষিণী অভিনেতা রামচরণ, বিয়ের ১১ বছর পর সন্তান সুখ পেলেন অভিনেতা]
২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের উদ্যোগ আসলে বিজেপির। বহু দিন ধরেই তাঁরা এই দিনটি পালনের চেষ্টা করেছেন। রাজভবনও (Rajbhaban) এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। ফলে এবছর তা পালিত হয়েছে। যদিও সোমবার সন্ধেবেলা মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়ে রাজ্যপালকে দিনটি পালন না করার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ যদিও রাখেনি রাজভবন। বরং বিজেপি নেতৃত্বের পাশে দাঁড়িয়ে তিনি নিজেই ছিলেন ওই অনুষ্ঠানে।
[আরও পড়ুন: নেপথ্যে অন্তর্ঘাত? CBI জেরা এড়াতে বেপাত্তা করমণ্ডল এক্সপ্রেসের সিগন্যালিং ইঞ্জিনিয়ার]
এ বিষয়ে আজ তৃণমূলের (TMC) মুখপত্র ‘জাগো বাংলা’য় তীব্র আপত্তি জানানো হয়েছে। তাতে ব্যাখ্যা-সহ লেখা কেন ২০ জুন দিনটি আনন্দ বা গৌরবের নয়। কেন তা সমারোহে উদযাপন করা যায় না। যে জন্মের সঙ্গে দেশভাগের যন্ত্রণা জড়িয়ে, তা কীভাবে গৌরবের হয়? ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে লেখা হয়েছে – ‘ধর্মের ভিত্তিতে বঙ্গভঙ্গের দাবি তুলেছিলেন শ্যামাপ্রসাদ। সেদিন লক্ষ-কোটি বাঙালির হৃদয় ফুঁড়ে জন্ম নিয়েছিল আজকের পশ্চিমবঙ্গ। দিনটি তাই গৌরব বা আনন্দের নয়। সমগ্র বাঙালি জাতির কাছে দিনটি দুঃখ, যন্ত্রণা, শোকের বার্তাবহ।’ এরপর সম্পাদকীয়র শেষে কটাক্ষ সহকারে লেখা – ‘রাজভবনে দিনটি পালন করার অর্থ মাউন্টব্যাটেনের অশরীরী আত্মা এখনকার ছোটলাটের উপর ভর করেছে।’