shono
Advertisement

Breaking News

‘অসহিষ্ণুতা’র পাঠ, ১২৫টি স্কুলকে নোটিস পাঠাল শিক্ষা দফতর

নজরদারি চলবে, সাফ জানালেন শিক্ষামন্ত্রী৷ The post ‘অসহিষ্ণুতা’র পাঠ, ১২৫টি স্কুলকে নোটিস পাঠাল শিক্ষা দফতর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:49 PM Mar 10, 2017Updated: 07:19 AM Mar 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে অসহিষ্ণুতার পাঠ পড়ানো হচ্ছে, এই অভিযোগে ১২৫টি স্কুলকে শো-কজ নোটিস পাঠাল শিক্ষা দফতর৷ অভিযোগ, শিক্ষার নামে পড়ুয়াদের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা চলছে ওই সব শিক্ষাঙ্গনে৷ এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরএসএস-কে হুঁশিয়ারি দিয়েছিলেন, ধর্মের ভিত্তিতে কোনও স্কুল করতে দেবেন না, সব বন্ধ করে দেবেন৷

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ১২৫টি স্কুলকে ধর্মীয় অসহিষ্ণুতা প্রচারের অভিযোগে শো-কজ করা হয়েছে৷ সূত্রের খবর, ওই ১২৫টির মধ্যে ৯৬টির নাকি স্কুল চালানোর জন্য প্রয়োজনীয় পারমিটই নেই৷ পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “এটা সবে প্রথম ধাপ৷ সরকারি তদন্তে আমরা সেইসব স্কুলকে চিহ্নিত করার চেষ্টা করছি, যেখানে ধর্মীয় মৌলবাদের পাঠ দেওয়া হচ্ছে৷” এদিনই প্রথম নয় অবশ্য, এর আগেও বেশ কয়েকটি স্কুলকে একই অভিযোগে শো-কজের চিঠি পাঠানো হয় বলে সূত্রের খবর৷

গত বুধবার বিধানসভায় শিক্ষা দফতরের বাজেট বিতর্কের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, স্কুলে সরকারি সিলেবাস মেনে পঠনপাঠন ছাড়া আর কিছু কাম্য নয়৷ ধর্মীয় অনুষ্ঠান চলবে না৷ রাজ্য সরকারের অনুমতি নিয়ে স্কুল খুলে সেখানে সিলেবাস বহির্ভূত কোনও পঠনপাঠন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

(কোন স্কুলের ফি কত, মুখ্যমন্ত্রীর নির্দেশে খতিয়ে দেখা শুরু)

বস্তুত, রাজ্যের বিভিন্ন এলাকায় স্কুল বাড়ি বা মাঠ ভাড়া নিয়ে বেআইনিভাবে নানা অনুষ্ঠান ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে৷ এমনকী পরীক্ষা বন্ধ রেখেও অনেক সময় প্রধান শিক্ষক বা স্কুল পরিচালন সমিতি বিয়ে বাড়ির জন্য স্কুলবাড়ি ভাড়া দিয়ে দিচ্ছেন৷ আবার স্কুল ভাড়া নিয়ে টানা তিনদিন ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় বিতর্কের ঝড় উঠেছে৷ এই কারণেই শিক্ষাঙ্গনে পঠনপাঠনের পরিবেশ নিশ্চিত করতেই রাজ্য সরকার স্কুল ভাড়া দেওয়ার ক্ষেত্রে শিক্ষা পর্ষদ তথা সরকারের অনুমতি বাধ্যতামূলক করতে চাইছে৷ শিক্ষা দফতরের তদন্ত প্রসঙ্গে পার্থবাবু বলেন, “মুখ্যমন্ত্রী একটি তালিকা দিয়েছিলেন৷ সেই তালিকা ধরে আমরা তদন্ত করি৷ কিছু শো-কজ, সাসপেন্ড করি৷ শিক্ষা দফতরের অনুমতি নিয়ে স্কুল খুলে ধর্মকে পাঠ্যক্রমে বরদাস্ত করব না৷”

পাশাপাশি বেসরকারি স্কুলগুলির অনুমতি ছাড়া চলা নিয়েও সরকারের কড়া মনোভাবের কথা বিধানসভাতেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ সমস্ত বেসরকারি স্কুলের উপরেই যে কড়া নজর রয়েছে, সে কথাও স্পষ্ট করে বলেন, “নজরদারি আরও বাড়ানো হবে৷ সমস্ত অভিযোগেরই তদন্ত চলবে৷ ইতিমধ্যে শিক্ষা দফতরে প্রায় ১২৫টি বেসরকারি স্কুল নিয়ে তদন্ত রিপোর্ট এসেছে৷ এর মধ্যে ৯৬টি রাজ্য সরকারের কাছ থেকে ‘নো-অবজেকশন’ সার্টিফিকেট নেয়নি৷” শিক্ষামন্ত্রী বিধানসভায় বলেন, “শিক্ষার নামে ধর্মান্ধতাকে প্রশ্রয় দেওয়া হবে না৷ শুধু তাই নয়, প্রয়োজনে বাতিল হবে সংশ্লিষ্ট স্কুলের অনুমোদন৷”

(‘হেরিটেজ’ জোড়াসাঁকোয় বন্ধ হচ্ছে প্রাক বসন্তোৎসব)

(চিত্র প্রতীকী)

The post ‘অসহিষ্ণুতা’র পাঠ, ১২৫টি স্কুলকে নোটিস পাঠাল শিক্ষা দফতর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement