shono
Advertisement

সন্দেশখালি কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকে বোসের রিপোর্ট কার্ড, ‘পক্ষপাতদুষ্ট’, দাবি কুণালের

গত সোমবার সন্দেশখালির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল।
Posted: 09:17 PM Feb 14, 2024Updated: 09:18 PM Feb 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত সন্দেশখালির অলিগলিতে ঘুরে মহিলাদের অভিযোগ শুনেছিলেন গত সোমবার। তার ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল বোস। সূত্রের খবর, তাঁর রিপোর্ট কার্ডে ছত্রে ছত্রে ‘অত্যাচারিত’ মহিলাদের অভিযোগের কথা। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার নামও রিপোর্টে উল্লেখ রয়েছে বলেই খবর। যদিও রাজ্যপালের রিপোর্ট কার্ডের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল।

Advertisement

রাজ্যপালের এই রিপোর্ট কার্ড সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “রাজ্যপালের রিপোর্ট পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্যপালের পরিস্থিতি জানার ইচ্ছা থাকলে প্রশাসনের সঙ্গেও কথা বলতেন। সিপিএম, বিজেপির কথা শুনে রিপোর্ট দিচ্ছেন ঠিক হচ্ছে না। চাপড়ায় গিয়ে দেখুন। রিপোর্ট দিন। সন্দেশখালি নিয়ে যে প্রচার চলছে, তা ঠিক নয়। মিথ্যাচারের ফাঁদে পা দিচ্ছেন রাজ্যপাল। তাঁর গলায় বিরোধীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে তা ঠিক নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement