shono
Advertisement

সংখ্যালঘু উন্নয়ন তহবিলের ব্যবহারে শীর্ষে বাংলা

সংখ‌্যালঘু উন্নয়ন মন্ত্রক পুরস্কৃত করেছে ‘ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভলপমেন্ট অ‌্যান্ড ফিনান্স কর্পোরেশন’-কে।
Posted: 09:33 AM Sep 02, 2023Updated: 09:34 AM Sep 02, 2023

স্টাফ রিপোর্টার: সংখ‌্যালঘু উন্নয়ন তহবিলের ব‌্যবহারে শীর্ষে বাংলা। গত পাঁচ বছরে ‘ন‌্যাশনাল মাইনরিটিস ডেভলপমেন্ট অ‌্যান্ড ফিনান্স কর্পোরেশন’-এর বিভিন্ন প্রকল্প সবচেয়ে সার্থকভাবে রূপায়ণ করেছে বাংলা। তার জেরেই কেন্দ্রীয় সরকারের সংখ‌্যালঘু উন্নয়ন মন্ত্রক পুরস্কৃত করেছে ‘ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভলপমেন্ট অ‌্যান্ড ফিনান্স কর্পোরেশন’-কে।

Advertisement

কেন্দ্রের বিচারে ‘র‌্যাঙ্ক ওয়ান’ হয়েছে বাংলা। সম্প্রতি সংখ‌্যালঘু উন্নয়ন তহবিল নিয়ে রাজ‌্যগুলির সঙ্গে বৈঠক করে কেন্দ্র। সেখানেই বাংলার সাফল‌্যকে স্বীকৃতি দেওয়া হয়। দেওয়া হয় সার্টিফিকেট। উল্লেখ‌্য, আর্থিকভাবে দুর্বল সংখ্যালঘু পরিবারের বেকার ছেলে-মেয়েদের ব্যবসা করার জন্য মাথা পিছু ৫ লাখ টাকা ঋণ দেয় ‘ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন’। বছরে তার জন্য নামমাত্র হারে সুদ দিতে হয়।

[আরও পড়ুন: মানসিক অবসাদগ্রস্থ বালিকাকে স্কুলের ভিতর নিয়ে গিয়ে গণধর্ষণ! চাঞ্চল্য মালদহে]

প্রসঙ্গত, গত জুলাই মাসে রাজ্যের মাদ্রাসাগুলি বর্তমানে অনেক উন্নত হয়েছে, সংখ্যালঘু ছেলেমেয়েরা আইএএস বা আইপিএস হচ্ছে। বিধানসভায় এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রাসাগুলির যাতে আরও উন্নতি হয়, সে দিকে এবার আরও বেশি নজর দেওয়ার কথাও বলেছিলেন মমতা। সেই সঙ্গে মাদ্রাসাগুলির উন্নয়নে কমিটি গঠন করার কথাও বলেছিলেন তিনি। 

[আরও পড়ুন: মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠকে সখ্য, ধূপগুড়িতে ভোটপ্রচারে বাম-কংগ্রেসের নিশানায় তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement