shono
Advertisement

আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

সকাল ৯টায় মেধাতালিকা প্রকাশ করবেন পর্ষদের সভাপতি৷ The post আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:36 PM May 08, 2019Updated: 09:44 PM May 08, 2019

রিংকি দাস ভট্টাচার্য: পরীক্ষার প্রায় ৮৮ দিনের মাথায় আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ৷ বুধবার বিজ্ঞপ্তি দিয়ে একথা ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ৷ ওইদিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করবেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ সকাল ১০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল৷ এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷

Advertisement

[ আরও পড়ুন:  আইএসসিতে চতুর্থ, কলকাতা পুলিশের ডিসির দায়িত্বে দ্বাদশ শ্রেণির ছাত্রী!]

চলতি বছর ১২ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা৷ ১১ লক্ষের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছিল৷ নকল রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ৷ তবে তা সত্ত্বেও রোখা যায়নি নকল৷ একাধিক স্কুল থেকে মিলেছে টুকলির খবর৷ কড়াকড়ি থাকলে নকল আটকাতে পর্ষদ পুরোপুরি ‘ব্যর্থ’ বলেও সুর চড়িয়েছিলেন অনেকেই৷ তাই চলতি বছরের মাধ্যমিকের দিকে নজর রয়েছে সকলেরই৷ বুধবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ ঘোষণা করা হয়েছে ভোটের ফলাফলের ঠিক দু’দিন আগেই ২১ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল৷ ওইদিন সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ তিনি ঘোষণা করবেন মেধাতালিকা৷ তার ঠিক ঘণ্টাখানেক পর থেকে পর্ষদের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ ওইদিনই স্কুল থেকে রেজাল্ট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তারা৷

[ আরও পড়ুন: সকালের ব্যস্ত সময়ে ‘পাওয়ার কাট’, ফের ব্যাহত মেট্রো পরিষেবা]

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের জেরে চলতি বছর মাধ্যমিকের ফলপ্রকাশে কিছুটা দেরি হয়েছে৷ তবে তা সত্ত্বেও পরীক্ষার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ হবে৷ সূত্রের খবর, আগামী ২ জুনের মধ্যে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফলও৷ তবে সে বিষয়ে এখনও নিশ্চিত করে পর্ষদের তরফে কিছু জানানো হয়নি৷

The post আগামী ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement