shono
Advertisement

রাজ্য পুলিশ দিয়েই হবে পঞ্চায়েত নির্বাচন, বিজ্ঞপ্তি জানুয়ারিতে! ইঙ্গিত কমিশনের

হাওড়া পুরনিগমের ভোটও হবে আগামী বছরের শুরুতেই।
Posted: 05:26 PM Oct 18, 2022Updated: 07:54 PM Oct 18, 2022

সুদীপ রায়চৌধুরী: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড়সড় সিদ্ধান্তের ইঙ্গিত দিল নির্বাচন কমিশন (Election Commission)। ২০১৮ সালের মতো এবারেও পঞ্চায়েত ভোট হতে পারে রাজ্য পুলিশ দিয়েই। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী বছর মার্চ-এপ্রিলের মধ্যেই পুরো ভোটপ্রক্রিয়া মিটিয়ে ফেলা হবে। পঞ্চায়েত ভোটের সঙ্গেই হাওড়া পুরনিগমের ভোট হতে পারে বলে কমিশন সূত্রের খবর।

Advertisement

সাধারণত যে কোনও নির্বাচনের আগে নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে থাকে। সেই সঙ্গে কোন আসন কাদের জন্য সংরক্ষিত, সেই তালিকাও প্রকাশিত হয়ে থাকে। নির্বাচন কমিশন সূত্রের খবর, বুধবারই ২০ জেলার আসন বিন্যাসের খসড়া প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর পর্যন্ত এই ২০ জেলার মানুষ সংশ্লিষ্ট জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই আসনবিন্যাস নিয়ে কোনও অভিযোগ থাকলে জানাতে পারবে। আগামী ৭-১৬ তারিখ পর্যন্ত সংশোধনের কাজ চলবে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশ পেতে পারে বলে ইঙ্গিত কমিশন সূত্রে।

[আরও পড়ুন: ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, জল্পনার অবসান ঘটালেন জয় শাহ]

কমিশন সূত্রে জানা যাচ্ছে নভেম্বরের শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ-সভাপতি, সভাধিপতি, সহ-সভাধিপতি পদ সংরক্ষণের কাজ শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বরের মধ্যেই। তারপরই জানুয়ারি মাসের শুরুতে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপতি জারি হতে পারে। তবে নির্বাচন (Panchayat Election) কোনওভাবেই ফেব্রুয়ারি মাসে আগে সম্ভব নয়। আগের বারের মতো এবারেও রাজ্যে ভোট হবে বেশ কয়েক দফায়। সুতরাং, ভোটগ্রহণ প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। কমিশন সূত্র বলছে, পুরো প্রক্রিয়া মার্চ-এপ্রিল মাসের মধ্যেই শেষ করতে চাইছে সরকার।

[আরও পড়ুন: আইসিসির চেয়ারম্যান পদে কি লড়বেন সৌরভ? বোর্ডের বৈঠকের পর কী দাঁড়াল পরিস্থিতি?]

পঞ্চায়েত ভোটের সঙ্গেই হবে হাওড়া পুরনিগমের নির্বাচন। সূত্র বলছে, চলতি বছর কোনওভাবেই হাওড়া পুরনিগমের নির্বাচন সম্ভব নয়। কারণ, হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) এলাকার ৫০টি ওয়ার্ড ভেঙে যে ৬৬টি ওয়ার্ডে রূপান্তরিত করার কাজ চলছে, তার এলাকা বিন্যাস, আসন বিন্যাস এখনও বাকি। এরপর পদ বিন্যাস ও পদ সংরক্ষণের কাজ শুরু হবে। ওই কাজ শেষ হওয়ার পর হস্তক্ষেপ করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন। এই অবস্থায় চলতি বছর হাওড়া নির্বাচন সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement