shono
Advertisement

‘অশান্তির দায় অর্জুন সিংয়ের’, বারাকপুরের রাজনৈতিক সংঘর্ষে সাংসদকে কাঠগড়ায় তুলল পুলিশ

দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে, ঘোষণা এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের৷ The post ‘অশান্তির দায় অর্জুন সিংয়ের’, বারাকপুরের রাজনৈতিক সংঘর্ষে সাংসদকে কাঠগড়ায় তুলল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:19 PM Sep 02, 2019Updated: 04:27 PM Sep 02, 2019

সন্দীপ চক্রবর্তী: শ্যামনগর থেকে শুরু করে ভাটপাড়া, জগদ্দল ও তৎসংলগ্ন এলাকায় রবিবার যে উত্তেজনার ঘটনা ঘটেছে, তার সম্পূর্ণ দায় বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ তাঁর ছেলে পবন সিংয়ের নেতৃত্বেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং৷

Advertisement

[ আরও পড়ুন: ফের সাফল্য এসটিএফের, কলকাতা থেকে ধৃত আরও ১ জেএমবি জঙ্গি ]

পাশাপাশি, তিনি সাফ জানান, বারাকপুর ও তৎসংলগ্ন এলাকায় কোনও ধরনের অশান্তি বরদাস্ত করবে না পুলিশ৷ যারা আগামিদিনে ওই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করবে অথবা যারা রবিবার উত্তেজনা তৈরি করেছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন৷ যথাযথ শাস্তি পাবে দোষীরা৷ রবিবারের ঘটনার পর পুলিশ-প্রশাসন ও বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে একাংশ৷ একাধিক ভিডিওতে এই দুঁদে পুলিশ অফিসারকে প্রকাশ্যে শূন্যে দিকে গুলি চালাতে এবং লাঠি চার্জ করতেও দেখা যায়৷ যার সমালোচনায় সরব হয় বিজেপি৷ লাঠি চার্জ করে মনোজ ভার্মা অর্জুন সিংকে খুন করতে চেয়েছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির৷ এদিন সেই সমস্ত অভিযোগের উত্তর দেন জ্ঞানবন্ত সিং৷ স্পষ্ট জানান, অত্যন্ত সফল্যের সঙ্গে রবিবার পরিস্থিতি সামাল দিয়েছেন মনোজ ভার্মা৷ পরিকল্পিত ভাবে দুষ্কৃতীরা এলাকাকে উত্তপ্ত করে তুলেছিল৷ যার নেতৃত্ব ছিলেন অর্জুন সিং৷ তার নেতৃত্বেই পুলিশের দিকে ইট বৃষ্টি করছিল ক্ষুব্ধ জনতা৷ মারমুখী সেই জনতাকে ভয় দেখাতেই শূন্যে গুলি ছোঁড়েন মনোজ ভার্মা৷

[ আরও পড়ুন: অর্জুনের উপর হামলার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড বিধায়ক দুলাল বর ]

এখানেই শেষ নয়, মনোজ ভর্মার কাজের প্রশংসাও করেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা)৷ তিনি জানান, মাথা ঠাণ্ডা করে পরিস্থিতি সামাল দিয়েছেন বারাকপুরের পুলিশ কমিশনার৷ পুলিশ একটু বেসামাল হলেই, পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারত৷

উল্লেখ্য, পার্টি অফিস দখল ও পুনর্দখলকে কেন্দ্র করে রবিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে শ্যামনগর৷ সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এরপর সেই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে ভাটপাড়া, জগদ্দল-সহ বারাকপুর লোকসভার বিস্তৃর্ণ এলাকায়৷ পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেধে যায়৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে ক্ষুব্ধ জনতা৷ পরে লাঠিচার্জও করে পুলিশ৷ লাঠির ঘায়ে মাথা ফাটে অর্জুন সিংয়ের৷ যে ঘটনার তীব্র প্রতিবাদ করে বিজেপি৷ ঘটনার বিবরণ জানিয়ে প্রধানমন্ত্রী দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করে গেরুয়া শিবির৷ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ১২ ঘণ্টা বনধ পালন করছে পদ্মশিবির৷ ইতিমধ্যে বারাকপুর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এলাকার পরিস্থিতি থমথমে৷  

The post ‘অশান্তির দায় অর্জুন সিংয়ের’, বারাকপুরের রাজনৈতিক সংঘর্ষে সাংসদকে কাঠগড়ায় তুলল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার