shono
Advertisement

Coronavirus Update: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণ আড়াইশোরও বেশি

পজিটিভিটি রেটও বেড়েছে কিছুটা।
Posted: 08:17 PM Feb 25, 2022Updated: 08:32 PM Feb 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফ। বৃহস্পতিবারের তুলনায় আবারও বাড়ল দৈনিক সংক্রমণ। পজিটিভিটি রেটও বেড়েছে কিছুটা। যদিও কমল দৈনিক মৃত্যু।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। দৈনিক সংক্রমণের শীর্ষে ফের কলকাতা। সেখানে ৫৪ জনের শরীরে মিলেছে জীবাণু। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩১ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১৪ হাজার ৫৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

[আরও পড়ুন: ভেঙে পড়ল শেষ প্রতিরোধ! ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ বাহিনী]

মৃতের সংখ্যা কমেছে কিছুটা। শুক্রবার ভাইরাসে কবলে প্রাণ গিয়েছে ৪ জনের। দৈনিক মৃতের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে প্রাণ গিয়েছে দু’জনের। কলকাতা এবং নদিয়া ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৬৯ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ। তবে সকলকে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় ৪৩০ জন করোনাকে হারিয়েছেন। তার ফলে এখনও পর্যন্ত মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯১ হাজার ৪১০ জন। সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ।

করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপরে বারবার জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৮ শতাংশ। টিকাকরণ চলছে জোরকদমে। শুক্রবার করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ২৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ১৩ হাজার ৯৮৪ জন এবং বাকি ১ লক্ষ ৫৫ হাজার ১২৫ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন।

[আরও পড়ুন: যুদ্ধ থামিয়ে আলোচনায় রাজি রাশিয়া-ইউক্রেন দু’পক্ষই! কিন্তু কোন শর্তে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার