সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের কোভিড (Covid-19) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে কমেছে মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট ২.০৬ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৪ জন। করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় মোট ১৫৮ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ১২৮ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৪ হাজার ৮০১ জন। তবে মৃতের সংখ্যা এদিন কমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জন। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৮৮২ জন।
[আরও পড়ুন: WB By-Election: ‘গো ব্যাক’ স্লোগান, বিক্ষোভ, দিনহাটার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে অশান্তি]
করোনা রোগীকে শনাক্ত করে তাঁকে আইসোলশনে পাঠানো অত্যন্ত প্রয়োজন। নইলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই করোনা উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় রাজ্যের ৩৮ হাজার ৬৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত বাংলায় মোট ১ কোটি ৮৪ লক্ষ ৩৫ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.০৬ শতাংশ। করোনা রুখতে ব্রহ্মাস্ত্র টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৪২ হাজার ২৫৬ জন কোভিড টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৯ লক্ষ ৫২ হাজার ৭০১ জন। বাকিরা পেয়েছেন দ্বিতীয় ডোজ। তবে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর কলকাতা পুরসভায় বন্ধ থাকবে টিকাকরণ, জানিয়েছেন পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ।
এদিকে, মহালয়ার পর থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উদ্বোধনের পরই মণ্ডপ দর্শনের পথে আমজনতা। তাঁদের নিরাপত্তার বিষয়ে কড়া নজর কলকাতা পুলিশের। মণ্ডপে মণ্ডপে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখা হবে বলেই জানান নগরপাল।