shono
Advertisement

Coronavirus Update: কমল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোন জেলায় আক্রান্ত কত?

বৃহস্পতিবারের তুলনায় বাড়ল মৃতের সংখ্যা।
Posted: 07:35 PM Aug 26, 2022Updated: 07:50 PM Aug 26, 2022

ক্ষীরোদ ভট্টাচার্য: রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফে পতন। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। মোট ২৩২ জনের শরীরে মিলল ভাইরাসের হদিশ। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য কম। তবে বাড়ল মৃতের সংখ্যা।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২৩২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৪৯ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। তারপরেই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৪৭ জন। ২১ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। হুগলি, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিংয়ে সংক্রমণ কুড়িরও নিচে।

হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরে সংক্রমণ দশেরও কম। পাঁচজন আক্রান্ত হয়েছেন নদিয়ায়। আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, মালদহ, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়ায় আক্রান্ত পাঁচেরও কম। ঝাড়গ্রাম, কালিম্পং ও মুর্শিদাবাদ জেলায় ১ জন করে মোট তিনজনের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছে।

[আরও পড়ুন: ‘আদালতের বাইরে মিথ্যা বলছেন’, ফের এজলাসে অরুণাভ ঘোষকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে উদ্বেগ। তবে এদিন করোনার বলি ৩ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। উত্তর ২৪ পরগনার ২ জন এবং কলকাতার ১ জন ভাইরাসের বলি। করোনার গ্রাফ নিম্নমুখী হলেও সামান্য অসতর্কতা বড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ভিড়ে ঠাসা কোনও জায়গায় যাতায়াতের সময় মাস্ক ব্যবহারের উপর জোর দিতে বলছেন তাঁরা। এছাড়াও মাঝে মাঝে স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন বিশেষজ্ঞরা।  

[আরও পড়ুন: ছদ্মবেশে কেরলে হানা বাংলার পুলিশের, জালে ক্যানিংয়ের ৩ তৃণমূল কর্মী খুনের মূল অভিযুক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement