ক্ষীরোদ ভট্টাচার্য: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (Covid 19) গ্রাফ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তবে বুধবার কোভিডের বলি ৬ জন। করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে সকলের। পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ৫১১ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪১৩ জন। দু’শোর কাছাকাছি সংক্রমিতের খোঁজ মিলেছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দার্জিলিংয়ে। মালদহে সংক্রমিত সবেমাত্র ১০০ ছাড়িয়েছে। সেখানে সংক্রমিত ১০১ জন। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে সংক্রমণ একশোর গণ্ডি ছুঁতে পারেনি।
[আরও পড়ুন: চোখের সামনে মাকে খুন করে আত্মঘাতী বাবা, দম্পতির দুই মেয়ের বয়ানে হতবাক পুলিশ]
হাওড়ায় আক্রান্ত ৫৮ জন। কোচবিহার, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়ায় আক্রান্ত পঞ্চাশের কিছুটা কম। ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ের আক্রান্তের সংখ্যা এদিন ২০ পেরোয়নি। সব মিলিয়ে বুধবার আক্রান্ত ২ হাজার ৪৫৫ জন। সব মিলিয়ে বুধবার আক্রান্ত ২ হাজার ৪৫৫ জন। পজিটিভ কেস ২০ লক্ষ ৭৭ হাজার ৫। এদিন করোনা প্রাণ কেড়েছে মোট ৬ জনের। এখনও পর্যন্ত ভাইরাসের বলি মোট ২১ হাজার ২৯৪ জন। মৃত্যুহার ১.০৩ শতাংশ।
করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ যখন দুশ্চিন্তা বাড়াচ্ছে তখন সুস্থতা স্বস্তি জোগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৩ হাজার ১৯ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ২৭ হাজার ৩১২ জন। সুস্থতার হার ৯৭.৬১ শতাংশ। করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। বুধবার ১৫ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৫৮ লক্ষ ৩৬ হাজার ৫৩৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ। টিকাকরণের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮১ ডোজ। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৫৯ কোটি ১৪ লক্ষ ৯১৯।