সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একধাক্কায় বেশ খানিকটা বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। তবে ধারা বজায় রেখে শুক্রবারও মৃত্যুহীন বাংলা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ হদিশ পাওয়া গিয়েছে। যা বৃহস্পতিবারের তুলনায় বেশ খানিকটা বেশি। বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯৪০। তবে ধারা বজায় রেখে শুক্রবার করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০০ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দৈনিক সুস্থতায় কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন। যা আবার বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৪৮৯ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।
[আরও পড়ুন: ছাত্রমৃত্যুতে ফের উত্তাল বিশ্বভারতী, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ, ক্লাস বয়কট পড়ুয়াদের]
গত ২০২০ সালের শুরু থেকেই করোনায় থাবায় ত্রস্ত গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাও। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য ও কেন্দ্র সরকার। সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এখনও একই পরামর্শ তাঁদের। তবে আমজনতার মধ্যে টেস্টিংয়ের আগ্রহ কমেছে কিছুটা। একদিনে ১০ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। শুক্রবার পর্যন্ত বাংলায় মোট ২ কোটি ৪৯ লক্ষ ৭৬ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৯ শতাংশ।
করোনা মোকাবিলায় টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ৬৩২ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে। বর্তমানে ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। শুক্রবার ২৩ লক্ষ ১৬ হাজার ৯২৫টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।