shono
Advertisement

Breaking News

Coronavirus Update: মাঙ্কিপক্স আতঙ্কের মাঝে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, বাড়ল দৈনিক সংক্রমণ

করোনা ভাইরাস প্রাণ কাড়েনি কারও। 
Posted: 08:10 PM May 25, 2022Updated: 09:36 PM May 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঙ্কিপক্স (Monkeypox) আতঙ্কের মাঝে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বঙ্গে বাড়ল সংক্রমণ। তবে ধারা বজায় রেখে ভাইরাস প্রাণ কাড়েনি কারও।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪২ জন। যা মঙ্গলবারের তুলনায় বেশ খানিকটা বেশি। এখনও পর্যন্ত মোট পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৯ হাজার ১৯১। তবে ধারা বজায় রেখে বুধবার করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০৩ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

[আরও পড়ুন: গোষ্ঠীকোন্দল, দলত্যাগে জীর্ণ বঙ্গ বিজেপি! কর্মীদের চাঙ্গা করতে জুনের শুরুতেই রাজ্যে নাড্ডা]

ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। একদিনে ভাইরাসকে (Coronavirus) হারিয়েছেন ৪৪ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৬৩০ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। ২০২০ সালের মার্চে করোনা ভাইরাস দাপটে প্রায় থমকে যায় গোটা বিশ্ব। করোনা মুক্তির আশায় পরীক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। বর্তমানে কোভিড টেস্ট কমেছে কিছুটা। তা সত্ত্বেও একদিনে ৯ হাজার ৪৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫২ লক্ষ ৬১ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪৪ শতাংশ। করোনা সংক্রমণ ঠেকাতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছে স্বাস্থ্যদপ্তর। একদিনে ৫৮ হাজার ৯৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ২৮ লক্ষ ১৭ হাজার ৫৬১। 

নয়া রোগ মাঙ্কিপক্সের আতঙ্কে কাঁপছেন প্রায় সকলেই। টম্যাটো ফ্লু (Tomato Flu) নিয়ে আতঙ্কের শেষ নেই। তারই মাঝে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ দুশ্চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। তবে এই পরিস্থিতিতে সাবধান থাকার বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক ব্যবহারে উদাসীনতা অল্পবিস্তর রয়েছে সকলেরই। মাস্ক ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: ৮ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরলেন পার্থ, পরেশ অধিকারীর মেয়ের চাকরি নিয়ে প্রশ্ন CBI-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement