shono
Advertisement

COVID-19 Updates: ফের দু’শোর গণ্ডি ছাড়াল কলকাতার দৈনিক করোনা সংক্রমণ, রাজ্যে একদিনে মৃত ৫

সামান্য কমল অ্যাকটিভ কেসও।
Posted: 06:49 PM Dec 26, 2021Updated: 07:08 PM Dec 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে উৎসবের আনন্দে গা ভাসিয়েছে তিলোত্তমা-সহ গোটা রাজ্য। তা মধ্যেও অবশ্য এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে বাংলার সার্বিক করোনা পরিস্থিতি। তবে কলকাতার দৈনিক সংক্রমণ ফের ছাড়াল দুশোর গণ্ডি। সামান্য কমল অ্যাকটিভ কেসও।

Advertisement

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus) কবলে পড়েছেন ৫৪৪ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১৯ জন। গতকাল সংখ্যাটা দু’শোর নিচে নামলেও এদিন ফের তা ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্ক-সহ সর্বত্র যেভাবে মানুষ ভিড় জমাচ্ছেন, তাতে যেন সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। সরকারের তরফে প্রত্যেককেই সতর্ক করা হচ্ছে। ওমিক্রন ঠেকাতেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

[আরও পড়ুন: কাছের মানুষকে খোলামেলা ছবি পাঠাচ্ছেন? সতর্ক করল রাজ্য পুলিশ]

এদিনও সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৮৩ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৪৮। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৩৫ ও ৩৭ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৩০ হাজার ৬২৬ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ২.৪১ শতাংশ। এদিকে একদিনে ভাইরাসের বলি ৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৫৪৭ জন। এ নিয়ে মোট ১৬ লক্ষ ৩ হাজার ৪৬০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭ হাজার ৪৫০ জন। করোনা রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৫৩৩ জনের। আবার দ্রুত ওমিক্রন সংক্রমণ চিহ্নিত করতে নতুন পরীক্ষার উপর ভরসা রাখছে বাংলা। পরীক্ষার নাম – ‘এস জিন টার্গেট ফেইলিওর টেস্ট’। ওমিক্রন আমার, আপনার শরীরে বাসা বেঁধেছে কি না, তা সহজেই বোঝা যাবে এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে।

[আরও পড়ুন: ফতিমা সানা শেখের সঙ্গে তৃতীয় বিয়ে সেরে ফেললেন আমির! ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার