shono
Advertisement

Breaking News

বাংলায় একদিনে করোনাজয়ী প্রায় সাড়ে ১৯ হাজার, অনেকটা কমল অ্যাকটিভ কেস

উত্তর ২৪ পরগনার ছবিটা এখনও বেশ উদ্বেগজনক।
Posted: 07:48 PM May 23, 2021Updated: 07:53 PM May 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্রমণ ঠেকাতে ১৬ মে থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ। তার জেরেই যেন ধীরে ধীরে কমছে সংক্রমণ। গত কয়েকদিনের রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে অন্তত সেই ছবিটাই উঠে আসছে। একইসঙ্গে সাময়িক স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। তবে কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার ছবিটা এখনও বেশ উদ্বেগজনক। সেখানে এখনও লাগামছাড়া কোভিডের সংক্রমণ।

Advertisement

রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ১৮,৪২২ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৩,০৫৬ জন। সংক্রমণের নিরিখে এদিন ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৩,৭৭১ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ১,২৪৮। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ১,২৩৯ ও ১,৩১২ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে নদিয়ায়। একদিনে এই জেলায় আক্রান্ত ১,০৯৫ জন। রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিংয়েও কমছে না সংক্রমণ। ২৪ ঘণ্টায় ৭৩১ জন করোনা পজিটিভ সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২ লক্ষ ৬৭ হাজার ৯০ জন। একদিনে ভাইরাসের বলি ১৫৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৪ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

[আরও পড়ুন: ‘যশ’ মোকাবিলায় রিভিউ মিটিং প্রধানমন্ত্রীর, NDRF ও নৌসেনাকে বিশেষ নির্দেশ মোদির]

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিড জয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১৯,৪২৯ জন। এ নিয়ে মোট ১১ লক্ষ ২২ হাজার ২০১ জন করোনাজয়ী। বর্তমানে সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ। সুস্থতার হার বাড়ার পাশাপাশি রাজ্যে কমল অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ১ লক্ষ ৩০ হাজার ৫২৫ জন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ১৪৫ জনের।

[আরও পড়ুন: একাধিক বিজেপি সাংসদ-বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement