নিরুফা খাতুন: ভোরে ও রাতে হালকা শীতের আমেজ। দিনের মাঝের সময়টুকুও বেশ আরামদায়ক পরিবেশ। মার্চের প্রথম ২ সপ্তাহ এমনই আবহাওয়া উপভোগ করেছেন বঙ্গবাসী। কিন্তু এবার সেই আরামে ইতি পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার (Temperature) পারদ চড়বে। ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যেতে পারে। ফলে গরমের অনুভূতি বাড়বে। বিশেষত দক্ষিণবঙ্গ ও কলকাতায় আবহাওয়ার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। সকাল-সন্ধে মনোরম আবহাওয়া থাকবে আগামী শনিবার পর্যন্ত। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার। আগামী সপ্তাহে ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছুঁতে পারে।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি, পার্থ ঘনিষ্ঠর বাড়িতে তল্লাশি]
উত্তরবঙ্গের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিনদিন তাপমাত্রা খুব সামান্য কমবে। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ। শুক্রবার ও শনিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
[আরও পড়ুন: পদ্মে এবার গান্ধী ‘কাঁটা’? বিজেপি টিকিট দেবে বরুণকে? তুঙ্গে জল্পনা]
শুক্রবার কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। আগামী সপ্তাহ থেকে এই তাপমাত্রাই বেড়ে তিরিশের কোঠা পেরতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯১ শতাংশ।