shono
Advertisement

ডিসেম্বর শেষে উধাও শীত, নতুন বছরে ফিরবে ঠান্ডা?

জেনে নিন কী বলছে হাওয়া অফিস।
Posted: 10:28 AM Dec 27, 2023Updated: 03:49 PM Dec 27, 2023

নিরুফা খাতুন: বড়দিনে দেখা মেলেনি শীতের। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল শীতবিলাসীদের। এখন তাঁদের মনে একটাই প্রশ্ন, বছর শুরুতে ফিরবে শীত? উত্তর দিল হাওয়া অফিস।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই নেই। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় মুড়বে পথঘাট। কমবে দৃশ্যমানতা। তবে বেলা বাড়তেই পরিস্কার হবে আকাশ। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে হালকা শীতের আমেজ। তাপমাত্রার পারদ এক ধাক্কায় বাড়তে পারে অনেকটা। জানা গিয়েছে, দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রভাব থাকবে পূবালী হাওয়ার।

[আরও পড়ুন: শাহ-নাড্ডার সফরের মাঝেই অপসারিত অনুপম, দল বিরোধী মন্তব্যের শাস্তি?]

তবে বছর শেষে ভিজবে দক্ষিণ ভারত ও উত্তর পশ্চিম ভারতে। বর্ষবরণের দিনেও বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূবালী হাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতে। অন্যদিকে বর্ষশেষে পশ্চিমী ঝঞ্চার প্রভাব উত্তর-পশ্চিম ভারতে। বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এমন কী শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে।

[আরও পড়ুন: ভাইজানের জন্মদিন, রাতবিরেতে গাড়ি চড়ে কোথায় গেলেন সলমন? ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার