shono
Advertisement

ব্লাউজে বাহার, পুজোর আগে জেনে নিন কোনটি আপনাকে মানাবে

পুজোর আগে বাজারে এসেছে নানাধরনের ব্লাউজ। The post ব্লাউজে বাহার, পুজোর আগে জেনে নিন কোনটি আপনাকে মানাবে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Aug 19, 2018Updated: 05:49 PM Aug 19, 2018

শাড়ির সঙ্গে ব্লাউজ হতে হবে মানানসই। শাড়ির দাম পাঁচশো হোক বা পাঁচ হাজার, তার সঙ্গে মানানসই ব্লাউজ না হলে পুরো সাজ মাটি। গত কয়েক বছরের ট্রেন্ডে ব্লাউজের দর বেড়েছে অনেকখানি। প্রত্যেকেই এখন এতটা সচেতন যে, যেমন- তেমন মেটিরিয়ালের তৈরি ব্লাউজ পরতে নারাজ। ওটাও হতে হবে ফ্যাশনেবল। রইল তারই কিছু সুলুকসন্ধান।

Advertisement

ব্যাক ডিজাইন

  • ব্লাউজের কেতার সিংহভাগ দাঁড়িয়ে রয়েছে পিঠের নকশা ও ডিজাইনের ওপর।
  • ফুল ব্যাক ওপেন টাই-আপ-এর পাশাপাশি ঘাড় থেকে পিঠের খানিকটা অংশ চাপা, সঙ্গে কোমরের কাছে টাই-আপ ব্লাউজ এখন ট্রেন্ডে। লম্বা হাতা থাকা মাস্ট।
  • স্লিভলেস বা উইথ স্লিভ ফুল ব্যাক টাই-আপ ব্লাউজও কেতাদুরস্ত। ডিপ ব্যাক পরতে যাঁরা তেমন স্বচ্ছন্দ নন, তাঁরা এই ডিজাইন ট্রাই করতে পারেন।
  • পিঠ ঢাকা, সঙ্গে ঘাড়ের কাছে কি-হোল ডিজাইন বোটনেক ব্লাউজের জন্য আদর্শ। স্লিভ হতে পারে লম্বা বা ছোট।
  • কি-হোলের মাপের হেরফের করা যায় পছন্দ অনুযায়ী। চাইলে ড্রপ স্টাইলেও হোল রাখতে পারেন পিঠে। ড্রপের সাইজও বড়-ছোট করা যায়।
  • ফুল স্লিভ ব্লাউজের সঙ্গে ডিপ ভি ব্যাক ব্লাউজ এখন ইন। পিঠের নীচের অংশের মাপ হচ্ছে দেড় থেকে দু’ইঞ্চি। ব্যাক ওপেন বা সাইড জিপ চলতে পারে এই ডিজাইনে। যে কোনও ট্র‌্যাডিশনাল শাড়ির সঙ্গে ভাল লাগে এটি।
  • পিঠে একদিকে স্লান্ট অর্থাৎ ঢালু করেও ব্যাকের ডিজাইন চলছে। এক্ষেত্রে ব্লাউজের ওপেনিং হবে সাইডে অথবা ফ্রন্টে।
  • পিঠ ঢাকা ব্লাউজের ট্রেন্ড এখন আকাশছোঁয়া। পিঠের ক্যানভাসে কারিগরের হাতের সূক্ষ্ম নকশায় ফুটে উঠছে নানাধরনের এমব্রয়ডারি। কানবালা থেকে ফুলেল নকশা যেরকম চাইবেন তেমন মোটিফ পাবেন।
  • কোয়ার্কি মোটিফ- যেমন, ট্যাক্সি, বাস, ট্রাম, রিকশার মোটিফও পিঠে বসছে এমব্রয়ডারি হয়ে।
  • যামিনী রায়ের আঁকাও ফুটে উঠছে পিঠের চালচিত্রে।
  • ব্লাউজে চাইনিজ কলার, রাফল্‌স, শার্ট কলারও ট্রেন্ড। তাতেও থাকছে ছোট এমব্রয়ডারি মোটিফ। ট্র‌্যাডিশনাল ঢাকাই-জামদানি অথবা হালফ্যাশনের খাদি-লিনেন সবের সঙ্গেই যোগ্যসংগত।

[ ফ্যাশনের সময় মাথার রাখুন এই বিষয়গুলি, নাহলে হতে পারে শারীরিক সমস্যা ]

স্লিভ্‌স ও মেটিরিয়াল

  • ব্লাউজের ক্ষেত্রে স্লিভের বৈচিত্র আনতে হাতায় বসছে রাফল্‌স ও ফ্রিল্‌স। চিরাচরিত ফিটেড না হয়ে ব্লাউজ হচ্ছে ব্যাটস্লিভ বা কাপ্তানের মতো ছড়ানো। কোল্ড শোল্ডার স্লিভড ব্লাউজও এবারের ট্রেন্ডে হ্যাপেনিং।
  • জামদানি কাজও ব্লাউজে ফুটে উঠছে এমব্রয়ডারি রূপে।
  • ফুলস্লিভ ব্লাউজও ইয়াং জেনারেশনের মধে্য বেশ জনপ্রিয়।
  • দক্ষিণী ব্রাইডাল সাজ বা অনুষ্ঠানে ব্লাউজের পিঠে বসছে শুধুমাত্র কারুকাজ করা মোটা লেস, তাতে থাকছে জারদৌসি, কারদানা ও এমব্রয়ডারি। সাইড জিপ দেওয়া ব্লাউজের পিঠের বেশির ভাগ থাকছে অনাবৃত, স্লিভ হচ্ছে লম্বা।
  • সফ্‌ট নেট বা এমন যে কোনও মেটিরিয়াল যা সেমি-ট্রান্সপারেন্ট তা দিয়ে ব্লাউজ তৈরি হচ্ছে পিঠ ঢাকা, তবে লাইনিং ছাড়া সাইডে থাকছে জিপ, সঙ্গে ব্যবহারের হচ্ছে ইনবিল্ট কাপ্‌স।

ফিট

ব্লাউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্লাউজ যাতে হয় পারফেক্ট ফিট, তারই জন্য হুকের জায়গা নিচ্ছে জিপ অর্থাৎ চেন। ফ্রন্ট বা ব্যাক ওপেন রাখার প্রয়োজন পড়ছে না অথচ ব্লাউজ গায়ে বসছে পারফেক্টলি, একচুল ঢিলে বা মিসফিট নয়। ইনবিল্ট কাপস-এর সঙ্গে থাকছে ওয়ারিং, তাতে বাস্ট লাইন আরও শেপলি দেখার সঙ্গে ক্লিভেজও ফ্লন্ট করা যায় পারফেক্ট রূপে।

[ পার্লারে যাওয়ার সময় নেই? ম্যানিকিওরের ঘরোয়া উপায় রইল আপনার জন্য ]

The post ব্লাউজে বাহার, পুজোর আগে জেনে নিন কোনটি আপনাকে মানাবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement