shono
Advertisement

‘‌মিডলম্যান সরানোর দাবি জানিয়েও এখন বিরোধ কেন?‌’, কৃষক বিক্ষোভ ইস্যুতে রাহুলকে খোঁচা নাড্ডার‌

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েও মিডলম্যান ইস্যুতে মত বদলান কংগ্রেস সাংসদ।
Posted: 08:02 PM Dec 27, 2020Updated: 08:02 PM Dec 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে গোটা দেশজুড়ে চলছে আন্দোলন। দিল্লিতে (Delhi) তা আরও তীব্র আকার নিয়েছে। ইতিমধ্যে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে কংগ্রেস–সহ অন্যান্য বিরোধী দলগুলোও। রবিবারও কৃষি আইনের অভিনব প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন ওয়ানাড়ের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর এবার তাঁকে পালটা বিঁধলেন BJP’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। একটি পুরনো ভিডিও টুইট করেন তিনি। যেখানে রাহুল ফোড়ে বা মিডলম্যানদের সরানোর দাবি করেছিলেন। নাড্ডার প্রশ্ন, আগে মিডলম্যানদের সরানোর দাবি করলেও এখন কেন বিরোধ করছেন তিনি?‌

Advertisement

এদিন জেপি নাড্ডার পোস্ট করা পুরনো ওই ভিডিওটিতে দেখা যায়, সংসদে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী ফোড়ে বা মিডলম্যানদের সরানোর দাবিতে সরব হয়েছেন। কৃষকদের টাকা লুটের অভিযোগ তুলেছেন ফোড়েদের দিকেই। টুইটে নাড্ডার প্রশ্ন, আগে এই ফোড়েদের সরানোর দাবি করলেও এখন কেন বিরোধ করছেন রাহুল গান্ধী?‌ বিজেপির সর্বভারতীয় সভাপতি লেখেন, ‘‌‘‌এটা কি কোনও ম্যাজিক রাহুলজি?‌ আপনি আগে যে বিষয়টির সমর্থন করছেন, এখন তারই বিরোধ করছেন?‌’‌’ এরপর রাহুলের বিরুদ্ধে কৃষক আন্দোলন নিয়ে রাজনীতি করারও অভিযোগ তোলেন।

[আরও পড়ুন:‌ গোয়াল ঘরে পড়াশোনা করেই বিচারকের আসনে! তাক লাগালেন দুধ বিক্রেতার মেয়ে]

এদিকে, এদিনই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ ‘‌মন কি বাত’ অনুষ্ঠান। আর পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের তিন জায়গায় থালা বাজিয়ে প্রতিবাদে মুখর হন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত চাষিরা। সিঙ্ঘু বর্ডার, পাঞ্জাবের ফরিদকোট এবং হরিয়ানার রোহতকে থালা বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা।‌‌

 

[আরও পড়ুন:‌ বানচাল হিন্দু মন্দিরে হামলার ছক, কাশ্মীরে ধৃত পাকিস্তানের মদতপুষ্ট ২ জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement