সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে সন্দেশখালিতে (Sandeshkhali) শোরগোল। ইডির তল্লাশির সময়ে আধিকারিকদের উপর হামলা নিয়ে শনিবারও তপ্ত এলাকা। থমথমে সরবেড়িয়া। বাইরের কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। মোতায়েন পুলিশ বাহিনী। কিন্তু দু দিনে ধরে যে এলাকার এমন পরিস্থিতি, তা কি জানেন এলাকার তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)? তিনি কিন্তু সেসময় ব্যস্ত অন্য কাজে। কার্যত বিনোদনেই ডুবে তিনি। নিজেদের সিনেমা ‘মেন্টাল’-এর প্রচারে দিনরাত ব্যস্ত নুসরত জাহান, যশ দাশগুপ্ত। সন্দেশখালির খবর আদৌ তাঁর কানে পৌঁছেছে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ, এখনও পর্যন্ত তিনি এনিয়ে কোথাও মুখ খোলেননি।
তারকা সাংসদের সোশাল মিডিয়ার (Social Media) দিকে নজর রাখেন অনেকেই। শুক্র ও শনিবার তাঁর ফেসবুক, ইনস্টাগ্রামে সন্দেশখালির বিন্দুমাত্র জায়গা হয়নি। বরং রঙিন সব পোস্ট। নাচ-গান, আড্ডা, প্রচার – এসবেই ভরা নুসরতের সোশাল মিডিয়া। তাঁর সঙ্গী যশ দাশগুপ্তর প্রযোজনায় তৈরি প্রথম ছবি ‘মেন্টাল’। তাতেই মূল চরিত্রে রয়েছেন যশ এবং নুসরত। সেই ছবির একটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তার কত ভিউ হল, কত রিচ হল, সেসব হিসেবনিকেশেই ব্যস্ত বসিরহাটের তারকা তৃণমূল সাংসদ (TMC MP)।
[আরও পড়ুন: ভিতরে জলরাশির শব্দ, পাশে খেলে বেড়াবে মাছ, গঙ্গার নিচে মেট্রো সফর যেন অ্যাকোয়ারিয়াম!]
শনিবারও তাঁর পোস্টে ছিল ভরপুর বিনোদনের ছোঁয়া। সন্দেশখালির অশান্তি নিয়ে কোনও কথা নেই। এমনকী সাংসদ হিসেবে ন্যূনতম কাজ – শান্তি বজায় রাখার বার্তাও তিনি দেননি। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও এই-ই প্রথম নয়। ২০১৯ সালে নুসরত ভোটে জিতে বসিরহাটের (Basirhat) সাংসদ হওয়ার পরই বিয়ে করতে উড়ে গিয়েছিলেন তুরস্কে (Turkey)। সন্দেশখালি এলাকা সেসময়ও সাম্প্রদায়িক অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে। তখনও প্রশ্ন উঠেছিল, সাংসদ কোথায়? এবারও সেই একই প্রশ্ন। সাংসদ শুনছেন কি?