সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে আচমকা বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বুধবার রাত পৌনে বারোটা নাগাদ আচমকাই থমকে যায় জনপ্রিয় অ্যাপটির পরিষেবা। মেসেজ পাঠাতে গিয়ে ভোগান্তি শিকার হন ইউজাররা। কেন এমন বিপত্তি, তা অবশ্য এখনও জানা যায়নি।
বুধবার রাত ১১টা ৪০ থেকেই সমস্যা দেখা দেয় হোয়াটসঅ্যাপে। কাউকে মেসেজ করলে সেটি অপর ইউজারের কাছে পৌঁছতেই পারেনি। অনেকে আবার অ্যাপ খুলতে গেলে বার্তা পেয়েছেন, আপাতত হোয়াটসঅ্যাপের পরিষেবা উপলব্ধ নয়। মোবাইল বা ওয়েব, দুই ক্ষেত্রেই চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন আমজনতা।
[আরও পড়ুন: বুথকর্মীদের সঙ্গে আলোচনায় বাংলার ভোট হিংসা ও দুর্নীতি নিয়ে সরব মোদি, পালটা দিল তৃণমূল]
তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি হোয়াটসঅ্যাপের এই সমস্যা। আধঘণ্টার মধ্যেই ফের স্বাভাবিকভাবে মেসেজ পাঠানো গিয়েছে। তবে একই সময়ে ভোগান্তির শিকার হয়েছেন ইনস্টাগ্রাম ইউজারদের অনেকেই। তাঁদের ইনস্টাগ্রামের কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তবে খানিকক্ষণের মধ্যে ফিরে আসে ইনস্টাগ্রামের পরিষেবাও।
জনপ্রিয় সোশাল মিডিয়াগুলো অকেজো হয়ে পড়তেই এক্স হ্যান্ডেলে মিমের বন্যা। হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের দুর্দশা কাটাতে মার্ক জুকারবার্গের উদ্বেগ থেকে শুরু করে আমজনতার ভোগান্তি-হাজারো বিষয় নিয়ে মিম বানিয়েছেন নেটিজেনরা। হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম নেই এখন সময় কাটাতে 'এক্স'ই ভরসা, বলছেন তাঁদের একাংশ।
[আরও পড়ুন: রামের হয়ে ভোট চাইবেন লক্ষ্মণ-সীতা, পদ্মপ্রার্থী অরুণ গোভিলের হয়ে প্রচারে দীপিকা-সুনীলরা]