shono
Advertisement

আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!

কেন কাজ করবে না হোয়াটসঅ্যাপ? কারণ, নয়া আপডেট৷ The post আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:14 AM Mar 04, 2017Updated: 03:44 AM Mar 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে মশগুল নেটিজেনরা৷ প্রতিদিন স্ট্যাটাস পাল্টানোর খেলায় মেতে উঠেছেন প্রায় প্রত্যেকেই৷ কিন্তু নিত্যনতুন এই আপডেটই কিছু ব্যবহারকারীর কাছে দুঃসংবাদ হয়ে উঠতে পারে৷ কেননা উইন্ডোজ ফোন-সহ বেশ কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ৷

Advertisement

জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ব্লগেই এ কথা জানানো হয়েছিল৷ বেশ কিছু স্মার্টফোনের উল্লেখ ছিল, যেগুলোতে ভবিষ্যতে আর এটি কাজ করবে না৷ সেইসঙ্গে ছিল উইন্ডোজ ৭ ফোনগুলিও৷ অর্থাৎ চলতি বছরের ৩০ জুনের পর থেকে উইন্ডোজ ফোনের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ কাজ না করার সম্ভাবনা দেখা দিচ্ছে৷

কেন কাজ করবে না হোয়াটসঅ্যাপ? কারণ, নয়া আপডেট৷ সময়ের সঙ্গে তাল মেলাতে ফিচারে বেশ কিছু পরিবর্তন এনেছে চ্যাটিং অ্যাপটি৷ ভবিষ্যতে আরও আসবে৷ কিন্তু সেই আপডেট উইন্ডোজ ফোনে সাপোর্ট করবে না বলেই জানা যাচ্ছে৷ যার জেরেই এই বিপত্তি৷

OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল

স্ট্যাটাস আপডেট নিয়ে এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে হোয়াটসঅ্যাপ৷ কেউ কেউ অত্যন্ত খুশি, কেউবা বিরক্ত৷ তবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে যেভাবে সোশ্যাল মিডিয়ার ছোঁয়া দিয়েছে এই আপডেট তার প্রশংসা নানামহলেই শোনা গিয়েছে৷ পরবর্তী আপডেট হিসেবে হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে সাইজ ফিচার৷ যেখানে প্রতিটি চ্যাট ফোন মেমরির কতটা জায়গা দখল করে বসে আছে তা জানা যাবে৷ এমনকী কতগুলো মিডিয়া ফাইল আদান প্রদান হয়েছে, তার জন্য কতটা মেমরির খেসারত দিতে হচ্ছে তাও জানা যাবে৷ নয়া ফিচার এখনও পরীক্ষার স্তরেই আছে৷ তবে এই ফিচার এলে অনেক ফোনেই তা সাপোর্ট নাও করতে পারে৷ আর তাই জুন মাসের পরই বেশ কিছু ব্যবহারকারীর হোয়টসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নতুন ফোনের দ্বারস্থ হতে হবে৷ সেই তালিকায় থাকছেন উইন্ডোজ ফোন ব্যবহারকারীরাও৷

হোমিওপ্যাথিতেও কমতে পারে ডায়াবেটিস-অ্যাজমা-থাইরয়েড

The post আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement