shono
Advertisement

হুইলচেয়ারে বসে বিমানবন্দরে ঢুকতে বাধা, হেনস্তার শিকার প্রতিবন্ধী তরুণী

তরুণীর কাছে ক্ষমা চাইলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী৷ The post হুইলচেয়ারে বসে বিমানবন্দরে ঢুকতে বাধা, হেনস্তার শিকার প্রতিবন্ধী তরুণী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Nov 28, 2018Updated: 08:11 PM Nov 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে হেনস্তার অভিযোগে সরব এক মহিলা৷ হাঁটার ক্ষমতা না থাকায় হুইলচেয়ারে বসেই যাতায়াত করেন তিনি৷ অভিযোগ, বিমানবন্দরে ঢোকার সময় জোর করে হুইলচেয়ার থেকে তাঁকে তুলে দেন এক মহিলা সিআইএসএফ আধিকারিক৷ তারপর থেকেই পায়ের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন ওই মহিলা৷ এই ঘটনার কথা টুইটে জানানোর পরই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মন্ত্রক৷ দুঃখপ্রকাশ করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জয়ন্ত সিনহা৷

Advertisement

[অশোধিত তেলের দামে রেকর্ড পতন, ফের পেট্রোপণ্যে শুল্ক বাড়াতে পারে কেন্দ্র]

২৮ বছর বয়সি ভিরালি মোদি ছোট থেকেই হাঁটাচলা করতে পারেন না৷ হুইলচেয়ারই তাঁর সঙ্গী৷ প্রতিবন্ধীদের জন্য কাজ করেন ভিরালি৷ সোমবার লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর৷ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে আসেন ভিরালি৷ বিমানবন্দরে ঢোকার মুখে হুইলচেয়ার স্ক্যান করা হয়৷ অভিযোগ, বিমানবন্দরে ঢোকার সময় এক মহিলা সিআইএসএফ আধিকারিক তাঁকে হেনস্তা করেন৷ হুইলচেয়ার ছেড়ে হেঁটে বিমানবন্দরে ঢোকার কথা বলা হয় তাঁকে৷ হেঁটে ঢোকার মতো ক্ষমতা নেই বলে জানান ভিরালি৷ অভিযোগ, তাতেও রাজি হননি মহিলা নিরাপত্তারক্ষী৷ জোর করে তাঁকে হুইলচেয়ার থেকে তুলে দেওয়া হয়৷ বাধা দেওয়ার চেষ্টা করেন ভিরালি৷ তাঁর আরও অভিযোগ, বাধা এড়িয়ে পা ধরে টেনে হুইলচেয়ার থেকে তুলে দেওয়া হয়৷ ওই ঘটনার পর থেকেই পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে ভিরালির৷ চিকিৎসকেরও পরামর্শ নিতে হয়েছে তাঁকে৷ নিরাপত্তারক্ষীর অমানবিক ব্যবহারের কথা টুইটে জানান ভিরালি৷ 

[সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে নয়, পাকিস্তানে সার্ক সামিট বয়কট ভারতের]

নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করা হয়েছে বলেই দাবি ওই নিরাপত্তারক্ষীর৷ যদিও ভিরালির তোলা দুর্ব্যবহারের অভিযোগকে ভাল চোখে দেখছেন না নেটিজেনরা৷ মহিলা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে নেটদুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন খোদ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জয়ন্ত সিনহা৷ পালটা একটি টুইট করেন তিনি৷ মহিলা নিরাপত্তারক্ষীর এহেন ব্যবহারের জন্য দুঃখপ্রকাশও করেছেন মন্ত্রী৷ 

[সন্ত্রাস জর্জরিত কাশ্মীরে ‘কাজ নেই’ জঙ্গিদের ত্রাস এনএসজির]

The post হুইলচেয়ারে বসে বিমানবন্দরে ঢুকতে বাধা, হেনস্তার শিকার প্রতিবন্ধী তরুণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement