shono
Advertisement

Breaking News

‘তেনাদের’আগমনে আতঙ্কে পরিণত হল বেসবল ম্যাচ

ম্যাচ শুরুর আগের মুহূর্তে চিয়ারলিডাররা যখন গ্যালারির দর্শকদের স্বাগত জানাচ্ছেন, তখন হঠাৎই জায়ান্ট স্ক্রিন বন্ধ হয়ে যায়৷ আর পর মুহূর্তেই ভেসে ওঠে অদ্ভূত এক ছবি৷ স্ক্রিন জুড়ে দাঁড়িয়ে রয়েছে ভূত! চমকে ওঠেন সকলে! The post ‘তেনাদের’ আগমনে আতঙ্কে পরিণত হল বেসবল ম্যাচ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:24 AM Jun 09, 2016Updated: 09:12 PM Jun 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেসবল গ্রাউন্ডে যে কোনও দর্শকই বেসবলের সাধারণ খেলা দেখেতে অভ্যস্ত৷ কিন্তু স্টেডিয়ামে এসে এমন দৃশ্যের মুখোমুখি হতে হবে, কেউ ভাবতেও পারেননি৷ মাঠে খেলোয়াড়রা নন, খেলছেন অশরীরীরা!

Advertisement

ম্যাচ শুরুর আগের মুহূর্তে চিয়ারলিডাররা যখন গ্যালারির দর্শকদের স্বাগত জানাচ্ছেন, তখন হঠাৎই জায়ান্ট স্ক্রিন ঝাপসা হয়ে গেল৷ আর পর মুহূর্তেই ভেসে ওঠে অদ্ভূত এক ছবি৷ স্ক্রিন জুড়ে দাঁড়িয়ে রয়েছে ভূত! চমকে ওঠেন সকলে! হচ্ছেটা কী? কিছুই মাথায় ঢুকছে না তাঁদের! এবার বিষয়টা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে৷ কারণ এবার সরাসরি মাঠের ভিতর ঢুকতে দেখা গেল অন্য জগতের বাসিন্দাদের৷

ভাবছেন তো, এমনও আবার হয় নাকি? হয়েছে৷ কিন্তু একটি বিশেষ কারণে৷ ঘটনা হল, চলতি মাসের ১৮ তারিখ মুক্তি পেতে চলেছে জাপানি ছবি ‘দ্য রিং ভার্সেস দ্য গ্রাজ’৷ সেই ছবির প্রচারে ভূত সেজেই বেসবল গ্রাউন্ডে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা৷ জাপানিরা চিরকালই ভূতুড়ে ছবির প্রতি একটু বেশিই আষক্ত৷ সেই কারণে এদেশ দর্শকদের একের পর এক সুপারহিট হরর ছবি উপহার দিয়েছে৷ ফের আসছে একটি ছবি৷ জনপ্রিয় ছবি ‘দ্য রিং’ ও ‘দ্য গ্রাজ’-এর চরিত্রদের মিলিয়ে তৈরি হচ্ছে ছবিটি৷

এমন অভিনব ছবির প্রোমোশনের সাক্ষী অনেকেই হতে পারেননি৷ ক্লিক করে ভিডিওটি দেখেই না হয় তাতে সামিল হওয়া যাক৷

রইল আপকামিং ছবির ট্রেলারও৷

The post ‘তেনাদের’ আগমনে আতঙ্কে পরিণত হল বেসবল ম্যাচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement