shono
Advertisement

রাহুলই শামির ‘প্রকৃত বন্ধু’! ভারতীয় পেসারকে হাতিয়ার করে বিজেপিকে তোপ কংগ্রেসের

রাজনীতির ময়দানেও প্রাসঙ্গিক হয়ে উঠলেন শামি!
Posted: 06:11 PM Nov 16, 2023Updated: 06:11 PM Nov 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে হাত ঘুরিয়ে মহাকাব্য রচনা করেছেন মহম্মদ শামি। হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হিসেবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার পর থেকেই শামি বুঝিয়ে দিয়েছেন, তাঁকে বাদ দিয়ে বিশ্বকাপই অসম্পূর্ণ। এবার ভারতীয় পেসারের দুরন্ত পারফরম্যান্সের মধ্যে ঢুকে পড়ল রাজনীতি! শামিকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করল কংগ্রেস।

Advertisement

বুধবার ওয়াংখেড়েতে শামি ঝড়ে তছনছ নিউজিল্যান্ড ব্যাটাররা। একাই তুলে নেন সাত-সাতটি উইকেট। তার পরই ভারতীয় তারকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই প্রশংসার বন্যার মাঝেই বোমা ফাটালেন যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি। তাঁর দাবি, ভালো সময় সকলেই শামির তারিফ করছেন। কিন্তু তাঁর দুর্দিনে প্রকৃত বন্ধুর মতো পাশে ছিলেন শুধুমাত্র রাহুল গান্ধী (Rahul Gandhi)।

[আরও পড়ুন: ট্রেনে কাটা পড়া পা রোগীর পরিজনের হাতে তুলে দিলেন! এনআরএসের নার্সের কাণ্ডে শোরগোল]

শ্রীনিবাসের দাবি, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচ ১০ উইকেটে জেতে বাবর আজম। সেই সময় নেটদুনিয়ার তীব্র কটাক্ষের মুখে পড়েন শামি। ধর্মীয় পরিচয় টেনে এনে অপমান করা হয় ভারতীয় পেসারকে। দলের হারের জন্য তাঁকেই কাঠগড়ায় তোলা হয়। সেই সময় এই ‘হিন্দু-মুসলিম’ তরজায় একমাত্র রাহুল গান্ধীই শামির হয়ে সুর চড়ান। সোশাল মিডিয়ায় লিখেছিলেন, “শামি, আমরা তোমার পাশে আছি। এদের মন ঘৃণায় ভরা। কারণ এরা কারও থেকে ভালোবাসা পায়নি। ওদের ক্ষমা করে দাও।” এভাবেই গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছেন শ্রীনিবাস।

যদিও এনিয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে লোকসভা ভোটের আগে শামি যে রাজনীতির ময়দানেও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, তা কংগ্রেসের পদক্ষেপেই স্পষ্ট।

[আরও পড়ুন: রাজস্থানের নির্বাচনে নজর পাকিস্তানের! বিজেপি সাংসদের দাবি ঘিরে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement