সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের শর্তে বাঁচেন। ব্যক্তিগতজীবন হোক কিংবা সিনেপর্দা, বারবার সমাজের প্রচলিত ধ্যান-ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাঁর ছকভাঙা চিন্তাধারা। তিনি এভারগ্রিন রেখা। বলিউডের চিরতরুণী নায়িকা। বয়স সত্তর ছুঁইছুঁই হলেও তাঁর জীবন আজও রহস্যময়।
ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। বিশেষ করে টেবিলে ‘চায়ে পে চর্চা’র কারণ হয়েছে রেখার একাধিক প্রেমকাহিনি। সম্প্রতি তাঁর আত্মজীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’র জন্য সমাজ মাধ্যমের পাতায় শোরগোল পড়ে গিয়েছে। কারণ সেখানে দাবি করা হয়েছে, নিজের মহিলা সহকারীর সঙ্গে সহবাস করেন রেখা! ইয়াসির উসমানের লেখা বইটিতে অভিনেত্রীর ব্যক্তিগতজীবনের এমন কিছু রহস্যময় তথ্য রয়েছে, যা প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে। নায়িকার বেডরুম সিক্রেট সম্পর্কিত তথ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
লেখকের দাবি, “ব্যক্তিগত মহিলা সহকারি ফরজানার সঙ্গে একত্রবাস করেন রেখা। এমনকী নায়িকার শয়নকক্ষে একমাত্র তাঁরই অবাধ যাতায়াত। বাড়ির পরিচারকদেরও রেখার বেডরুমে পা রাখার অনুমতি নেই।” রেখার আত্মজীবনীর এই বিস্ফোরক দাবি নিয়ে যখন তোলপাড় নেটপাড়া, ঠিক সেই সময়েই অতীতের এক ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রীর।
সিমি গেরিওয়ালের শোয়ে এসেছিলেন রেখা। সেখানেই সঞ্চালক-অভিনেত্রী তাঁকে প্রশ্ন ছোঁড়েন- “আপনি কি আবার বিয়ের কথা ভাবেন?” যা শুনে রেখা উত্তর দেন- “বিয়ে, তাও আবার কোনও পুরুষের সঙ্গে?” যা শুনে সিমি বলেন- “অবশ্যই, কোনও মহিলার সঙ্গে বিয়ের কথা বলছি না আপনাকে।” এরপরই রেখার সপাট জবাব, “কেন, কোনও মহিলাকে কি আমি বিয়ে করতে পারি না?” অতীতের সেই সাক্ষাৎকারের ভিডিওই নেটিজেনদের কাছে বর্তমানে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেদিন কীসের ‘ইঙ্গিত’ দেন রেখা? চলতি বিতর্কে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত তাঁরা।
[আরও পড়ুন: ‘বেবি রানাউত আসছে…’, শাড়ি-গয়নায় সেজে সুখবর দিলেন কঙ্গনা! শুভেচ্ছা অনুপম খেরের]
উল্লেখ্য, সেদিন সিমিকে রেখা এও বলেছিলেন যে, “মনে মনে আমি নিজেই নিজের সঙ্গে, আমার পেশা, আমার ভালবাসার মানুষদের সঙ্গে বিয়ে করে নিয়েছি।” ১৯৯০ সালে দিল্লির খ্যাতনামা ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয় রেখার। বিয়ের বছরেই তাঁর স্বামী আত্মহত্যা করে মারা যান। রেখা তখন লন্ডনে। একটা সুইসাইড নোটও অবশ্য পাওয়া যায়। সেখানে স্পষ্ট লেখা ছিল- তাঁর এই পরিণতির জন্য কেউ এমনকী রেখাও দায়ী নন। আর স্বামী মুকেশের মৃত্যুর পরই রেখাকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়। এমনকী খুনি, ডাইনি… বলে তকমাও সাঁটা হয়। সেইসময়ে সুভাষ ঘাইয়ের মতো জনপ্রিয় পরিচালক থেকে অনুপম খের কীভাবে বলিউডের একাংশ রেখার বিরুদ্ধে চলে গিয়েছিলেন, সেই পর্বের কথাও উল্লেখ রয়েছে রেখার আত্মজীবনীতে। যা এখন চর্চার শিরোনামে।