সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মাঙ্কিপক্সের (MPox Outbreak) প্রাদুর্ভাব। করোনার মতোই মারণ এর প্রভাব। পরিস্থিতি এতটাই জটিল যে ফের মাঙ্কিপক্সের জন্য বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করতে হল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এই নিয়ে দুবছরে দ্বিতীয়বার মাঙ্কিপক্সের জন্য গ্লোবাল হেলথ এমারজেন্সি ঘোষণা করল WHO।
রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে বিশ্বের ১১০টিরও বেশি দেশে মাঙ্কিপক্সের হদিশ পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে, এই ভাইরাসটি অত্যন্ত সংক্রামক। ফলে ঝড়ের গতিতে সংক্রমণ বাড়ছে। তাই এবার সচেতনতা বাড়াতে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হল। এ পর্যন্ত শুধু আফ্রিকাতেই ১৭ হাজার মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫১৭ জনের। সন্দেহভাজন বহু মানুষ।
[আরও পড়ুন: আর জি করে হামলার পিছনে রয়েছে বিজেপি-সিপিএম, বিস্ফোরক অভিযোগ পার্থের]
এই পরিস্থিতিতে গবেষকরা বলছেন, সব দেশকেই সতর্ক থাকতে হবে। কেননা এমপক্সের নয়া স্ট্রেন আরও ভয়ংকর। যার প্রকোপে ঘটছে শিশুমৃত্যু এবং গর্ভপাতের মতো ঘটনা! যে দেশগুলিতে মাঙ্কিপক্স বিরাট পরিমাণে ছড়াতে পারেনি তাদেরকে সংক্রমণ রুখতে পরামর্শ দিয়েছেন হু-র বিশেষজ্ঞ চিকিৎসক। প্রথমত, ভাইরাস ঘটিত রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করতে বলা হয়েছে। রোগের উপসর্গ কী, তা কীভাবে ছড়াতে পারে, সাধারণ মানুষকে এই সম্পর্ক জানাতে বলা হয়েছে।
[আরও পড়ুন: ‘হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়’, লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা মোদির]
যে সব দেশে মাঙ্কিপক্স এখনও সেভাবে ছড়াতে পারেনি, তাদেরকে বলা হয়েছে, দ্রুত আক্রান্তকে চিহ্নিত করতে হবে। যাতে করে সংক্রমণ বৃদ্ধি না পায় সেই বিষয়ে যাবতীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তির খোঁজ পেলেই তাঁকে নিভৃতবাসে রেখে চিকিৎসা করার পরামর্শ দিয়েছে হু। এছাড়াও সামনের সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে নির্দেশিকায়।