shono
Advertisement

Breaking News

বেশি সুখ দিয়েছে কে? পুলিশের প্রশ্ন ধর্ষিতাকে

স্বামীর জোরাজুরিতেই আগস্ট মাসে পুলিশে অভিযোগ জানাতে যান৷
Posted: 02:30 PM Nov 04, 2016Updated: 09:00 AM Nov 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণধর্ষিতা হয়েছিলেন তিনি৷ অভিযোগ জানিয়ে সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছিলেন পুলিশের৷ কিন্তু সেখানে অপেক্ষা করছিল আরেক দফা অপমান৷ জেরায় পুলিশই জানতে চাইল, ধর্ষণের সময় কার সংসর্গ সবচেয়ে বেশি উপভোগ করেছেন তিনি! না বিশ্বাস হলে আবার পড়ুন৷ কারণ এই প্রশ্নের মুখোমুখিই হতে হয়েছে ধর্ষিতাকে৷

Advertisement

বেশ কয়েক মাসের পুরনো ঘটনা৷ কিন্তু প্রকাশ্যে এল বৃহস্পতিবার৷ সংবাদমাধ্যমের সামনে অপমানের কথা প্রকাশ করলেন ত্রিচূরের বাসিন্দা ওই নিগৃহীতা নিজেই৷ আগাগোড়া ওড়নায় মুখ ঢেকে সাংবাদিকদের শোনালেন নিজের অপমানিত হওয়ার কথা৷ প্রায় বছর দু’য়েক আগে, কর্মসূত্রে তাঁর স্বামী বাইরে ছিলেন সেই সময়ে তাঁর স্বামীর চার বন্ধু তাঁদের বাড়ি আসেন৷ তাঁরা সকলেই নিগৃহীতার পূর্বপরিচিত৷ স্বামী অসুস্থ, এই খবর দিয়ে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার নামে তাঁরা ওই মহিলাকে একটি গাড়িতে তোলেন৷ কিন্তু হাসপাতালের বদলে গাড়ি পৌঁছয় শহরের বাইরে নির্জন এলাকায়৷ সেখানে গাড়ির ভিতরই তাঁকে গণধর্ষণ করে ওই চার ব্যক্তি৷ যার মধ্যে একজন আবার ওই অঞ্চলের সক্রিয় রাজনীতিক৷ ঘটনায় তিনি এতটাই ভেঙে পড়েন যে স্বামীকেও সবকিছু জানাতে পারেননি৷ পরে স্বামী বাড়ি ফিরলে তাঁকে সব কথা জানান মহিলা৷ স্বামীর জোরাজুরিতেই আগস্ট মাসে পুলিশে অভিযোগ জানাতে যান৷ কিন্তু সেখানে অপেক্ষা করছিল আরেক দফা অপমান৷

তাঁর অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকেই থানায় হাজির করা হলে উপস্থিত পুলিশকর্মীদের মধ্যে একজন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘এদের মধ্যে কে আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছিল?’ হকচকিয়ে যান ওই মহিলা৷ যাদের কাছে সাহায্যের প্রত্যাশা নিয়ে হাজির হয়েছেন তারাই এমন প্রশ্ন করে কী করে? অভিযোগে মহিলা জানিয়েছেন, তিনি বুঝতে পারেন, পুলিশ আসলে অভিযোগটা নিতেই চাইছে না৷ বরং উল্টে তাঁকেই চাপে ফেলতে চাইছে৷ একেই পুরনো অভিযোগ, তার উপর পুলিশের অসহযোগিতা৷ এমনকী পুলিশ তাঁকে চাপ দেয় অভিযোগ প্রত্যাহার করার জন্যও৷ বাধ্য হয়েই অভিযোগ প্রত্যাহার করে নেন তিনি৷ কিন্তু এক সমাজকর্মী বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গে দেখা করেন৷ সোশ্যাল মিডিয়াতে তিনিই ঘটনাটি পোস্ট করে দেন৷ যা নজরে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের৷ তিনি নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার এবং অভিযুক্ত ও পুলিশকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement