সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হাসিনা সরকারের পতন। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। চলতি বছরের জুন মাসে তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হন।
কিন্তু কে এই সেনাপ্রধান? ব্যক্তিগত জীবনে দুই কন্যাসন্তানের বাবা ওয়াকার-উজ-জামান। দীর্ঘ ৩৯ বছরের সামরিক জীবন ওয়াকার-উজ-জামানের। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মীরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ’নিয়ে পড়াশোনা করেন। একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলান ওয়াকার-উজ-জামান। জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবেও দায়িত্ব সামলান ওয়াকার। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
[আরও পড়ুন: বাংলাদেশে ফের সেনাশাসন! অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের, থাকবে আওয়ামি লিগ?]
ওয়াকার-উজ-জামান চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি) এবং সেনাসদরে নিয়োগের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাঁর। এছাড়া প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও অ্যাকাডেমি (জেএনএ), স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে দেশি-বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দেন। জাতিসংঘে মিলিটারি অবজার্ভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। ওয়াকার-উজ-জামান ২০১৪ সাল থেকে টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। সে কারণে‘সেনাগৌরব পদক’দেওয়া হয় তাঁকে। এছাড়া‘অসামান্য সেবা পদকে’ও ভূষিত ওয়াকার। সোমবার সাংবাদিক বৈঠক করে অন্তর্বর্তী সরকার গঠনের বার্তা দেন তিনি। সব হত্যার বিচারের আশ্বাসও দিয়েছেন সেনাপ্রধান।