shono
Advertisement

হু কিলড আবেশ, ঘুরেফিরে সেই প্রশ্ন 

২৭ নম্বর বাড়ি জুড়ে একটাই প্রশ্ন, হু কিলড আবেশ দাশগুপ্ত? The post হু কিলড আবেশ, ঘুরেফিরে সেই প্রশ্ন  appeared first on Sangbad Pratidin.
Posted: 02:26 PM Jul 30, 2016Updated: 04:36 PM Aug 05, 2019

অভিরূপ দাস: বাড়ির দরজার বাইরে কিছুদিন আগেই লাগানো হয়েছিল লতানো গাছটা৷ কীভাবে বাড়বে? ছোট্ট একটা দড়ির সঙ্গে সেটাকে বেঁধে দিয়েছিল ক্লাস ইলেভেনের কিশোর৷ সে দিকে চেয়ে চোখের জল মোছেন দিদিমা কৃষ্ণা পাল৷

Advertisement

২৭ নম্বর বাড়ি জুড়ে একটাই প্রশ্ন, হু কিলড আবেশ দাশগুপ্ত?

এসএম মুসরিফের লেখা ‘হু কিলড কারকারের’ সঙ্গে কলকাতার সতেরো বছরের ছেলের মৃত্যুর কোনও সম্পর্ক নেই৷ তবে মুদিয়ালির সাতাশ নম্বর বাড়ি জুড়ে ঘুরপাক খাচেছ এই প্রশ্নটাই৷ সতেরোর কৈশোরের খোঁজে সাতাশ নম্বর৷ সকাল থেকে আত্মীয়দের ভিড়৷ এই তো সেদিন অলিম্পিকে লিয়েন্ডারের হয়ে বাজি লড়েছিল সে৷ আজ তার ছবির পাশেই ‘জাস্টিস ফর আবেশ৷’

 মুদিয়ালি থেকে বাহাতের লম্বা রাস্তা৷ সোজা এলেই বাড়িটা৷ লেকভ্যালি৷ লম্বা পোস্টার জুড়ে মুষ্টিবদ্ধ হাত৷ যেন অদম্য প্রতিজ্ঞার৷ হারানো কৈশোর ফিরে পাওয়ার৷ ছিমছাম পাড়া এক নিমেষে হয়ে গিয়েছে স্টুডিও৷ ফ্ল্যাশের ঝলকানি৷ বন্ধুবান্ধবদের চিনতে অসুবিধাই হত৷ মূল রাস্তার এতটা ভিতরে৷ আবেশের বাড়ি না চিনে অনেকেই অনেকদিন কাছের পানের দোকানে খোঁজ নিয়েছেন৷ “আব তো সবহি পেহচান গয়ে৷ ইতনি লোগ আ রাহা হ্যায়৷” লম্বা দীর্ঘশ্বাসে দোকান গোটান পান দোকানের মালিক৷ এক শনিবারের সকালে বন্ধুদের পার্টিতে যেতে দেখেছিলেন পাড়ার সকলে৷ ফেরা হয়নি৷

থ্যাবড়ানো মোমবাতি৷ বন্ধুদের সই-ভরা ফ্লেক্স৷ এরই মধ্যে ছবির পাশে তাঁর প্রিয় নরম পানীয় রেখে যায় কেউ৷ শেষ বর্ষায় যার পুজোর কেনাকাটার প্ল্যান করার কথা, আচমকা সে হারিয়ে যাওয়ায় হতবাক পাড়াপড়শিরা৷

শুক্রবার তাঁর বাড়ির সামনে আগন্তুকদের ভিড়৷ স্কুল ফেরত বাড়ি যাওয়ার পথে পড়ুয়ারা এসেছে৷ অফিস ফেরত নিত্যযাত্রী৷ প্যারাম্বুলেটরে নাতনিকে নিয়ে জনৈক ঠাকুরমা৷ “এটাই আবেশের বাড়ি?” জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছেন সাদা বারান্দার দিকে৷

যে বাড়িতে তার দুর্ঘটনা৷ জানা গিয়েছে সেখানেই আহত হয়ে পড়েছিল সে৷ চলে গিয়েও সেই বাড়ি নিয়ে কি অভিমানী আবেশ? “লেখকের বাড়ি, আর আসব না আড়ি…৷” তার পাশে খ্যাতনামা ব্যক্তিদের সই৷ বন্ধুদের হরেক লাইন৷ তাঁর নিকনেম এ ডি দিয়েছিল বন্ধুরা৷ কোথাও পেনের আঁচড়ে, ‘এ ডি মাই ম্যান ইউ উইল উইন৷’

শনিবার লেক ভ্যালি থেকে হাঁটবেন সকলে৷ হারানো শৈশবের জন্য? “আমাদের ছেলেটা তো চলে গেল৷ আর যেন কারও এরকম না হয়৷ কত স্বপ্ন ছিল…” কথা আটকে যায় আবেশের মামার৷ তার জন্য ছাপানো হয়েছে ফ্লেক্স৷ আত্মীয়রা আসছেন৷ নাতির জন্য কেঁদে চোখের জল শুকিয়েছে দিদিমারও৷ “জানেন, ভেবেছিলাম৷ এরকমই একদিন৷ সবাই আসবেন৷ ও অনেক বড় হবে৷ কোথা থেকে যে কী হয়ে গেল৷”

The post হু কিলড আবেশ, ঘুরেফিরে সেই প্রশ্ন  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement