বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: অস্থায়ী সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন অধীর চৌধুরি। লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর এবার স্থায়ী সভাপতির খোঁজে কংগ্রেস হাইকমান্ড। সোমবার প্রদেশ নেতৃত্বের মতামত জানতে আলাদা আলাদা করে কথা বলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন কে সি বেনুগোপাল। প্রদেশের অনেকেই দ্রুত সংগঠনে রদবদলের পক্ষে মত দেন বলে সূত্রের খবর।
মল্লিকার্জুন খাড়গে সভাপতির হওয়ার পর থেকেই অস্থায়ীভাবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলাচ্ছিলেন অধীর চৌধুরি। মাঝে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে হাইকমান্ডের কাছে ইচ্ছেপ্রকাশ করেন। এর মধ্যেই বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম নুর কলকাতায় গিয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন। তিনি হাইকমান্ডের কাছে রিপোর্ট দেওয়ার পরই এদিন প্রদেশ নেতৃত্বকে তলব করে কংগ্রেস হাইকমান্ড।
[আরও পড়ুন: বৈঠক, পালটা বৈঠকেও কাটল না টলিপাড়ার অচলাবস্থা, ‘নিরপেক্ষ’ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দাবি পরিচালকদের]
এদিন প্রথমেই অধীর চৌধুরি নিজের বক্তব্য জানিয়ে বেরিয়ে যান। যাওয়ার সময় বলেন, “আমি আমার বক্তব্য জানিয়ে দিয়েছি। এবার রদবদলের বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।” আরেক নেতা প্রদীপ ভট্টাচার্য় জানান, রাজ্যের সংগঠন ও রাজনৈতিক পরিস্থিতি জানতে চাওয়া হয়। কেন জোটের এমন ফল হলো সেই ব্যাখ্যাও জানতে চান বেনুগোপাল। সেক্ষেত্রে জাতি ও ধর্মের ভত্তিতে প্রবল মেরুকরণের ফলে এমন ফলাফল হয়েছে বলে বেনুগোপালকে জানান তিনি।