shono
Advertisement

Breaking News

মোদির বক্তৃতার খসড়া লিখে দেন কে? RTI-এর জবাবে এই উত্তরই দিল প্রধানমন্ত্রীর দপ্তর

কী জানানো হয়েছে RTI-এর জবাবে?
Posted: 04:49 PM Mar 04, 2021Updated: 06:16 PM Mar 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অনুষ্ঠান কিংবা জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মুগ্ধ হয়ে শুনছেন শ্রোতারা। উদ্বুদ্ধ হচ্ছেন দলীয় কর্মীরা। প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে হাততালি দিচ্ছেন দর্শকদের অনেকে। মোদির জনসভা বা ভাষণে এই দৃশ্যই মূলত দেখা যায়। প্রত্যেকদিনই কোথাও না কোথাও বক্তব্য রাখেন তিনি। কখনও দলীয় সভায়, কখনও আন্তর্জাতিক কোনও মঞ্চে তো কখনও আবার সরকারি কোনও অনুষ্ঠানে। কিন্তু কে লিখে দেন প্রধানমন্ত্রীর এই বক্তৃতা? কারা যুক্ত থাকেন এই কর্মযজ্ঞে? সম্প্রতি RTI-এর মাধ্যমে এই প্রশ্নই জানতে চাওয়া হয়েছিল।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে টিভি’র পক্ষ থেকে অশোক কুমার উপাধ্যায় নামে একজন আরটিআই-টি করেছিলেন। খোদ প্রধানমন্ত্রীর অফিস থেকে সেই প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। তাতে জানানো হয়, প্রধানমন্ত্রীর বক্তৃতা অনেকেই লিখতে সাহায্য করেন। নানা রকম তথ্য সরবরাহ করেন তাঁরা। তবে সব শেষে সেই বক্তৃতা মোদি নিজেই তৈরি করেন। RTI-এ বলা হয়েছে, “অনুষ্ঠান অনুযায়ী বক্তৃতা তৈরি করা হয়। বিভিন্ন ব্যক্তি, আধিকারিক, সংস্থা এই কাজে যুক্ত থাকে। তারাই বিভিন্ন রকম তথ্য দেন। আর সবশেষে প্রধানমন্ত্রী নিজেই সেই বক্তৃতাটি তৈরি করেন।” কারা লেখেন কিংবা কীভাবে মোদির এই বক্তৃতা তৈরি হয়, সে ব্যাপারে জানালেও এই কাজের জন্য ওই সংস্থা বা কোনও ব্যক্তিকে ঠিক কত টাকা দেওয়া হয়? সে কথা জানানো হয়নি।

[আরও পড়ুন: রেডিও শো’য়ে মোদির মাকে অপমানজনক কথা, নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘Boycott BBC’]

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে সুবক্তা হিসেবে জওহরলাল নেহরু (Jawaharlal Nehru), ইন্দিরা গান্ধী (Indira Gandhi), অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) যথেষ্ট সুনাম রয়েছে। সেই তালিকায় রাখা হয় নরেন্দ্র মোদিকেও। তবে প্রত্যেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই অনেক সময় তথ্যের জন্য অন্যের সহায়তা নেওয়া হয়ে থাকে। শোনা যায়, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুও নিজের বক্তৃতা নিজেই লিখতেন। কেবল তথ্যের জন্য প্রয়োজনে অন্যের সহায়তা নিতেন তিনি।

[আরও পড়ুন: মোদিকে কেন্দ্র করেই বাংলার তারকা প্রচারকের তালিকা বিজেপির, তালিকায় বাংলার কোন নেতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement