shono
Advertisement
Abhishek Banerjee

'বিজেপি কেন বাংলার জন্য বিপদ', প্রধানদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর নির্দেশ অভিষেকের

'বাংলার মানুষের থেকে ভোট নিয়ে তাদেরই পেটে লাথি মেরেছে বিজেপি', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Posted: 11:19 PM Apr 06, 2024Updated: 11:22 PM Apr 06, 2024

কৃষ্ণ কুমার দাস: ‘বিজেপি কেন বাংলার জন‌্য বিপদ,’ দলের সমস্ত পঞ্চায়েত প্রধানকে গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে তা বুঝিয়ে বলার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তথ‌্য পরিসংখ‌্যান দিয়ে অভিষেকের স্পষ্ট বার্তা, ‘‘প্রতিটি বুথ ধরে পাড়ায়-পাড়ায় এলাকায়-এলাকায় অলিতে-গলিতে ঘরে-ঘরে মানুষের কাছে পৌঁছতে হবে। তাদের অভাব-অভিযোগও শুনতে হবে, সমাধানও করতে হবে। ঘরে ঘরে পৌঁছে সাধারণ মানুষকে বোঝাতে হবে, ২০২১-এ বিধানসভা নির্বাচনে হারার পর বাংলার মানুষের প্রাপ্য বিজেপি গায়ের জোরে আটকে রেখেছে। ১০০ দিনের কাজের টাকা, বাংলা আবাসের বাড়ির টাকা আটকে দিয়েছে বিজেপি। ওরা বাংলার মানুষের থেকে ভোট নিয়ে তাদেরই পেটে লাথি মেরেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের পাশে ছিল, আছে থাকবে। ১০০ দিনের কাজের টাকা ইতিমধ্যেই প্রাপকদের দিয়েছে রাজ্য সরকার। অদূর ভবিষ্যতে আবাসের টাকাও দেবে।’’

Advertisement

শনিবার বিকেল ৪টে থেকে বাংলার সমস্ত দলীয় গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে দীর্ঘক্ষণ ধরে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একাধিক প্রধানকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করে নানা তথ‌্যও জানতে চান তিনি। এরপরই ভোট প্রচার নিয়ে অভিষেকের নির্দেশ, ‘‘সকাল-বিকেল টানা প্রচারে থাকতে হবে। বিশেষ করে মহিলাদের টিম তৈরি করে প্রচারে যেতে হবে। বাড়ি বাড়ি পৌঁছে মা-বোনেদের বোঝাতে হবে বিজেপি কেন বাংলার জন্য বিপদ। এই কাজে কোনও রকম শৈথিল্য বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তুলে ধরতে হবে বাংলায় উন্নয়নের যা কাজ হয়েছে তার প্রতিটি পর্যায়।’’

[আরও পড়ুন: সদ্যোজাতর দাম ৫ লাখ! ১ মাসে ১০ শিশু বিক্রির পর দিল্লিতে CBI জালে পাচারচক্র]

এরপরই মা-মাটি-মানুষ সরকারের সাফল‌্য তুলে ধরে প্রধানদের প্রচারের তথ‌্য তুলে দিয়ে অভিষেক বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর বাংলা জুড়ে উন্নয়নের ডালি নিয়ে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এমন কোনও ব্লক বা প্রান্ত বা অঞ্চল নেই যেখানে সরকারি প্রকল্পের ছোঁয়া পাননি মানুষ। যাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, তাঁরাও পেয়েছেন। যাঁরা ভোট দেননি, তাঁরাও পেয়েছেন। বর্তমানে বিজেপি যেভাবে ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স, এনাআইএ দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে তা প্রচারে আরও বেশি করে তুলে ধরতে হবে বাংলার মানুষের কাছে। বাংলা জুড়ে পঞ্চায়েতে গ্রামস্তরে কী কী উন্নয়নের কাজ হয়েছে তা বলতে হবে মানুষকে। ঘরে বসে থাকার কোনও সুযোগ নেই।

[আরও পড়ুন: জোট জটে নওশাদকে আক্রমণ বাম-কংগ্রেসের, এড়িয়ে গেল তৃণমূল]

বিজেপিকে হারাতে দলের প্রধানদের পাশাপাশি পঞ্চায়েত সদস‌্যদেরও ঘাম ঝরাতে হবে বলে নির্দেশ দেন অভিষেক। বাংলার মানুষকে প্রশ্ন করতে হবে বিজেপির এই প্রতিহিংসা ও গা-জোয়ারি রাজনীতি কি চলতে পারে এখানে? তাঁরা ঠিক উত্তর দেবেন। এরপরই সকলকে অভিষেকের পরামর্শ, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরসা একথা সমস্ত গ্রামের মানুষকে বুথে বুথে পৌঁছে বোঝাতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার সমস্ত দলীয় গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে বিকেলে দীর্ঘক্ষণ ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক।
  • বাংলা জুড়ে পঞ্চায়েতে গ্রামস্তরে কী কী উন্নয়নের কাজ হয়েছে তা মানুষকে বোঝানোর নির্দেশ অভিষেকের।
  • বিজেপিকে হারাতে দলের প্রধানদের পাশাপাশি পঞ্চায়েত সদস‌্যদেরও ঘাম ঝরাতে হবে বলে নির্দেশ দেন অভিষেক।
Advertisement