হ্সংযবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরা UPA থেকে INDIA হওয়ার পর কিছুটা হলেও ব্যাকফুটে বিজেপি। সেটা বোঝা গিয়েছে তাঁদের বডি ল্যাঙ্গুয়েজে। সেটা বোঝা গিয়েছে, বারবার যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছে তাতে। সেটা আরও এবার বোঝা গেল, অনাস্থা প্রস্তাব সংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে INDIA জোটকে আক্রমণ শানালেন তাতে।
মণিপুর ইস্যুতে অনাস্থা নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানেও INDIA নাম নিয়ে অমিত শাহ আক্রমণ শানালেন বিরোধী জোটকে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন,”ইউপিএ নামটা ভালই ছিল। তাহলে কেন ওরা জোটের নাম বদলাতে বাধ্য হল? আসলে ইউপিএ ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে ছিল। কারা বফর্স কেলেঙ্কারিতে যুক্ত ছিল? 2G কেলেঙ্কারিতে কারা যুক্ত ছিল? কমনওয়েলথ গেমস কেলেঙ্কারিতে কারা যুক্ত ছিল? কয়লা কেলেঙ্কারি, আদর্শ কেলেঙ্কারি, ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি। এসব ঢাকতেই নাম বদলেছে ওরা।”
[আরও পড়ুন: রাজ্যের সব স্কুলে কি বাধ্যতামূলক হচ্ছে বাংলা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী]
লোকসভায় একপ্রকার স্লোগানের ঢঙে একে একে দুর্নীতির নাম বললেন শাহ। তাঁর পিছনে কোরাসে গলা মেলালেন বিজেপি সাংসদেরা। তার পর শাহ বললেন, ‘‘ওঁদের মাথায় ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি রয়েছে। নাম তো বদলাতেই হত। তাই এখন ইউপিএ ‘ইন্ডিয়া’ হয়েছে। মোদী তাই আজ বলেছেন, ‘‘দুর্নীতিবাজেরা ভারত ছাড়ো। তোষণকারীরা ভারত ছাড়ো। পরিবারতন্ত্রের পূজারীরা ভারত ছাড়ো।’’ খানিকটা মোদির ঢংয়েই ‘কুইট ইন্ডিয়া’ স্লোগান দিলেন শাহ।
[আরও পড়ুন: ‘পারলে বিজেপির টিকিটে ভোটে জিতে আসুন’, ‘দালাল’ রাজ্যপালকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর]
এদিন আলাদা করে রাহুলকে নিশানা করেছেন অমিত শাহ। নাম না করে কংগ্রেস নেতার উদ্দেশে বললেন,”এই লোকসভায় এমন সাংসদও আছেন যাঁকে ১৩ বার রাজনৈতিক ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতি বারই তিনি ব্যর্থ হয়েছেন।”