shono
Advertisement

দুধ কেনার টাকা চাওয়ায় স্ত্রীর গায়ে আগুন 

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২১ বছরের গৃহবধূ... The post দুধ কেনার টাকা চাওয়ায় স্ত্রীর গায়ে আগুন  appeared first on Sangbad Pratidin.
Posted: 10:31 PM Dec 03, 2016Updated: 05:01 PM Dec 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর কাছে দুধ কেনার টাকা চাইতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ২১ বছরের গৃহবধূ রেখা যাদব৷ অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্বামী শাহাজি যাদবের কাছে দুধ কেনার জন্য টাকা চেয়েছিলেন রেখাদেবী৷ এতে প্রচণ্ড রেগে গিয়ে অভিযুক্ত শাহাজি তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ রেখাদেবীর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে বলে দাবি নিগৃহীতার পরিবারের৷ মহারাষ্ট্রের ভোসারিতে ঘটেছে এই অমানবিক ঘটনা! তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত শাহাজিকে গ্রেফতার করেছে৷

Advertisement

সিনিয়র ইন্সপেক্টর ভীমরাও শিঙ্গারে ‘পুণে মিরর’-কে বলেছেন, “স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত৷ গত বৃহস্পতিবার সকালে সেই কলহ চরমে ওঠে৷” পুলিশ সূত্রের খবর, ঘটনার দিন স্বামী চা চাইলে রেখাদেবী জানান, ঘরে দুধ নেই৷ কিনে আনতে টাকা লাগবে৷ অভিযোগ, এই কথা শোনার পরেই তেলে-বেগুনে রেগে যান শাহাজি৷ স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ অগ্নিদগ্ধ রেখাদেবীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান, তাঁর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে৷ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রেখাদেবী৷ পুলিশি জেরার মুখে শাহাজি জানিয়েছেন, ঘটনার দিন তিনি নাকি বাড়িতেই ছিলেন না৷ যদিও, নির্যাতিতার বাবা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি নিজে মেয়ে ও জামাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়েছিলেন৷

The post দুধ কেনার টাকা চাওয়ায় স্ত্রীর গায়ে আগুন  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement