shono
Advertisement

Breaking News

রাম মন্দিরের জায়গায় ফের মসজিদ তৈরির ডাক, মুসলিমদের উসকাচ্ছেন PFI-এর নেতা

তীব্র প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন।
Posted: 09:27 AM Oct 06, 2020Updated: 09:36 AM Oct 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় শুরু হয়েছে রাম মন্দির তৈরির কাজ। বিকল্প জমিতে মসজিদের তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে। আর ঠিক এই সময়েই রাম মন্দির (Ram Temple) -এর মূর্তি সরিয়ে সেখানে ফের মসজিদ তৈরির ডাক দিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ইমাম কাউন্সিলের কেরল শাখার রাজ্য সহ-সভাপতি ফতেউদ্দিন রাশিদি। মুসলিম সম্প্রদায়ের মানুষদের ফের বাবরি মসজিদের দাবিতে আন্দোলন শুরু করার জন্য আহ্বান জানালেন। তাঁর বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। ওই ইমামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে কেরলের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলির নেতৃত্ব।

Advertisement

স্থানীয় সূত্র জানা গিয়েছে, সম্প্রতি কেরলের তিরুবন্তপুরমের অ্যাকাউন্ট জেনারেলের অফিসের সামনে একটি মিছিলের আয়োজন করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ((PFI) -র ইমাম কাউন্সিলের কেরল শাখা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে ওই সংগঠনের রাজ্য সহ-সভাপতি ফতেউদ্দিন রাশিদির (Fatehuddin Rashadi) বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

[আরও পড়ুন: হাথরাস কাণ্ডে সরকারকে কটাক্ষ রাষ্ট্রসংঘের আধিকারিকের! পালটা ‘সংযত’ হতে বলল কেন্দ্র ]

ওই ভিডিওতে হিন্দুদের হুঁশিয়ারি দিয়ে ফতেউদ্দিন রাশিদি বলছেন, ‘আপনারা মন্দির তৈরি করতে পারেন। কিন্তু, আমাদের মাথায় রয়েছে যে ওখানে বাবরি মসজিদ (Babri Masjid) তৈরি হয়েছিল। ফের যেকোনও সময়ে আমরা সেখানে ওই মসজিদ তৈরি করব। এর সবথেকে বড় উদাহরণ হল কাবা। সেখানে যেমন ৩ হাজার মূর্তিকে বন্ধ করে রাখা হয়েছে একই ঘটনা ঘটবে অযোধ্যাতেও। রাতারাতি সমস্ত মূর্তিকে বাইরে ফেলে দিয়ে ওই জায়গাকে আল্লার বাড়ি বানানো হবে।’

ইমাম কাউন্সিলের নেতার ওই বক্তব্যের কথা প্রকাশ পেতেই তীব্র সমালোচনা করছে কেরলের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। এপ্রসঙ্গে হিন্দু ঐক্য বেদী নামে একটি সংগঠনের রাজ্য সভাপতি আরভি রাজু বলেন, ‘এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এভাবে সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করা হলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’

[আরও পড়ুন: NDA জোটে যোগ দিচ্ছে অন্ধ্রপ্রদেশের শাসকদল! জগনমোহন রেড্ডির দিল্লি সফরে তুঙ্গে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement