সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মণিপুরে বিচার পাবে মেতেই ও কুকি দুই সম্প্রদায়ের মানুষই। প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। এমনকী হিংসাদীর্ণ মণিপুর যে স্বাভাবিক ছন্দে ফিরছে তা নিয়েও আত্মবিশ্বাসী তিনি। শুক্রবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মণিপুরে (Manipur) কুকিদের উপর হওয়া হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। অভিযোগ এই মামলাগুলোর তদন্ত খুবই শ্লথ গতিতে হচ্ছে। শুক্রবার এই অভিযোগ নস্যাৎ করে দেন মণিপুরের মুখমন্ত্রী। তিনি বলেন, “যখন দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছিল তখন গ্রামবাসীরা ছুটে এসেছিলেন। স্থানীয় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছিল। উভয় সম্প্রদায়কে ন্যায়বিচার দেওয়া হয়েছে।” মণিপুরে শান্তি ফেরার বিষয়ে বিরেন সিং বলেন, “গত এক মাস ধরে আমরা রাজ্যে বিভিন্ন সামাজিক কাজ করেছি। আজ শুক্রবার থেকে সমস্ত স্কুল ও কলেজ খুলে দেওয়া হল। বাজার-দোকান ও অফিসও খুলে দেওয়া হয়েছে। আশা করছি পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।”
[আরও পড়ুন: অভিষেকদের দিল্লি অভিযানকে ‘তামাশা’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী, পালটা দিল তৃণমূল]
বিরেন সিং (N Biren Singh) আরও জানান, “সংঘর্ষের কেন্দ্রবিন্দু যে চূড়াচাঁদপুর অঞ্চল, সেটাও এখন শান্তির পথে ফিরছে। কাংপোকপি অঞ্চলের রাস্তা ও হাইওয়েও খুলে দেওয়া হয়েছে। ফলে যাঁরা এখনও বলছেন মণিপুর এখনও জ্বলছে তাঁদের অনুরোধ করব এখানে এসে নিজেদের চোখে দেখে যান।” এনআইএ ও সিবিআইয়ের কাজে মণিপুর সরকার বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত পাঁচ ধরে মেতেই ও কুকি গোষ্ঠী সংঘর্ষে পুড়ছে মণিপুর। রাজ্য সরকার এর আগেও শান্তি ফেরার দাবি করলেও বাস্তব চিত্র অন্য কথা বলছে। এখনও থেকে থেকে সেখানে জ্বলে উঠছে হিংসার আগুন। হচ্ছে সংঘর্ষ। এই কয়েক মাসে উত্তর-পূর্বের এই রাজ্যে দুশোর উপর মৃত্যু দেখেছে দেশ। এখনও সেখানে ঝরছে রক্ত।