অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সদ্যসমাপ্ত তিন রাজ্যের নির্বাচনে বিরোধীদের ভরাডুবির পর আগামী সপ্তাহে বৈঠকে বসছে INDIA জোট। ১৯ তারিখ দিল্লির (Delhi) কনস্টিটিউশন হলে মিলিত হবেন বিরোধী ১৭ দলের প্রতিনিধিরা। বৈঠকে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে মঙ্গলবার শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এনিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তিনি। বললেন, ”আজ বাংলা যা ভাবে, দেশ ভাবে আগামিকাল। তাই INDIA-কে নেতৃত্ব দেব আমরাই।” তাঁর এই বার্তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
বাংলার পথ ধরে আগামী দিনে দেশ এগিয়ে যাবে, সে কথা আগেও একাধিকবার উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির সরকারি অনুষ্ঠানে তিনি ফের বললেন, “বাংলা যা আজ ভাবে, আগামিকাল দেশ তা ভাববে। তাই আমাদের বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে। আমাদের বাংলাই সব দেশকে নেতৃত্ব দেবে। আর সকলকে আমরা মর্যাদা দেব। সকলের জন্য কাজ করব।” মনে করা হচ্ছে, তাঁর এই বার্তা যথেষ্ট ইঙ্গিতবাহী। আগামী সপ্তাহে INDIA জোটের বৈঠকের আগে তৃণমূল (TMC) সুপ্রিমো বুঝিয়ে দিতে চাইলেন, কংগ্রেসের ‘দাদাগিরি’ মোটেই বরদাস্ত করা হবে না।
[আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের ১৪ হাজার শূন্যপদের কাউন্সেলিং বন্ধ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট]
বিরোধীদের আসন্ন বৈঠকে আগামী লোকসভা ভোটের আসন রফা নিয়ে কথা হওয়ার সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে আগেও বার বার বলেছেন, যে রাজনৈতিক দল যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুক। INDIA বৈঠকেও সেই নীতিতেই জোর দিতে চলেছেন তিনি। এমনিতেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলাফলের জন্য খানিকটা কোণঠাসা। সেই জায়গা থেকে নেতৃত্বের স্থান নিতে চায় তৃণমূল। এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। আর শিলিগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই ইঙ্গিত বলে মনে করছেন তাঁরা।