অর্ক দে, বর্ধমান: বর্ধমান শহরে চালু হতে চলেছে মেট্রো রেল! মেট্রো রেলের প্রস্তাবিত নক্সা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
বর্ধমান শহরে চলবে মেট্রো রেল। একটি নয়। পুরো শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তের যোগাযোগের জন্য দু’টি মেট্রো রেল চালু হবে। তার মধ্যে একটি উল্লাস মোড় থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত। অন্যটি বর্ধমান স্টেশন থেকে নবাবহাট পর্যন্ত। এমনকী, কোথায় কোন স্টপেজ দেওয়া হবে তারও নক্সা দেওয়া হয়েছে। শনিবার থেকে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। আর তাতেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে। রেলের এই প্রকল্প কবে ঘোষণা হল তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচন: জঙ্গল এলাকায় ভোটে ভয় ধরাচ্ছে বন্যপ্রাণীরা, বাড়তি সতর্ক কমিশন]
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “এই ধরণের প্রস্তাব সম্পূর্ণ ভুয়ো। রেলের পক্ষ থেকে এই ধরণের কোনও ঘোষণা করা হয়নি।” এই বিষয়টি ভুয়ো বলে জানিয়ে রেলের তরফে পোস্ট করা হয়েছে। কোনও অসাধু ব্যক্তি এই ধরনের পোস্ট করছেন।