shono
Advertisement

‘পুলওয়ামা ভুলব না’, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি অজিত দোভালের

তবে কি নির্বাচনের আগে আবারও সার্জিকাল স্ট্রাইক করবে ভারত? The post ‘পুলওয়ামা ভুলব না’, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি অজিত দোভালের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:10 PM Mar 19, 2019Updated: 07:31 PM Mar 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ও সেদেশে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে চরম হুঁশিয়ারি দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন, পুলওয়ামার ভয়ংকর নাশকতার কথা এখনও দগদগে ঘা-এর মতো ব্যথা দিচ্ছে দেশবাসীকে৷ ভারতবাসী সেকথা ভুলে যায়নি৷ আবারও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে নয়াদিল্লি৷ যারা এখনও সন্ত্রাসীদের মদত দিয়ে চলেছে তালিকা থেকে বাদ পড়বে না তারাও৷

Advertisement

[‘নামের আগে পাপ্পু যোগ করুন’, রাহুলকে কটাক্ষ বিজেপি নেতার ]

সিআরপিএফের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের বীর জওয়ানদের আত্মত্যাগের কথা তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ দেশকে রক্ষা করতে অতন্দ্র প্রহরীরা কীভাবে জীবনপাত করছেন তাও তুলে ধরেন অজিত দোভাল৷ বলেন, ‘‘যখনই কোনও স্থানে বাহিনীকে পাঠানোর প্রয়োজন হয়৷ সবার প্রথম আমাদের মাথায় আসে সিআরপিএফের কথা৷ দেশের অন্যতম বিশ্বাসযোগ্য বাহিনী এটি৷ যা অর্জন করতে কয়েক বছর লেগেছে৷’’ এরপরই পাকিস্তানে বেড়ে ওঠা সন্ত্রাসবাদী সংগঠনগুলির উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দেন তিনি৷  জানান, ‘এই দেশ এখনও পুলওয়ামার ঘটনা ভোলেনি আর ভুলবেও না৷ যথা সময়ে আবারও ব্যবস্থা নেওয়া হবে৷ জঙ্গিদের শায়েস্তা করার পাশাপাশি, তাদের আশ্রয়দাতাদেরও শিক্ষা দেওয়া হবে৷’

[চৌকিদারের পালটা, নামের আগে ‘বেরোজগার’ শব্দটি জুড়লেন হার্দিক প্যাটেল]

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা করে এক জইশ জঙ্গি৷ শহিদ হন ৪৯ জন সিআরপিএফ জওয়ান৷ এই ঘটনার বারো দিনের মাথায় পাক ভূমিতে এয়ারস্ট্রাইক করে ভারতের বায়ুসেনা৷ প্রত্যাঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোটে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির৷ যা নিয়ে তীব্র হয় টানাপোড়েন৷ তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখে ফের প্রত্যাঘাতের কথা শুনে, ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা৷ তবে কি নির্বাচনের আগে আবারও স্ট্রাইক করবে ভারত? তুঙ্গে চর্চা৷

The post ‘পুলওয়ামা ভুলব না’, পাকিস্তানকে চরম হুঁশিয়ারি অজিত দোভালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement