সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাবরার সভা থেকে CAA নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে বললেন, জীবন দিয়ে রাজ্যবাসীকে রক্ষা করবেন তিনি। তবে সিএএ করে বাংলার কোনও বাসিন্দার নাগরিকত্ব কাড়তে দেবেন না। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবেন না তিনি। তাঁর সাফ কথা, “কোনও মূল্যেই বাংলার কারও অধিকার কাড়তে দেব না।”
সোমবার বিকেলে দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে CAA। যা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত। এই পরিস্থিতিতে মঙ্গলবার হাবরার সভা থেকে সিএএ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই CAA ও NRC পরস্পর সম্পর্কযুক্ত। পরবর্তীতে এনআরসি হবে। বহু মানুষ হারাতে পারেন নাগরিকত্ব। অসমের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যেভাবে অসমের ১৩ লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, একই পরিণতি হবে বাংলার মানুষের।” মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর কথায়, “CAA-তে নাম নথিভুক্ত করা হলে বাংলার বৈধ নাগরিকরাও অনুপ্রবেশকারী হয়ে যাবেন, সমস্যায় পড়বেন, অবৈধ বাসিন্দা হিসেবে চিহ্নিত হবেন।”
[আরও পড়ুন: সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল ১৪৩ লোকাল, রুট বদল বহু ট্রেনের, প্রবল ভোগান্তির আশঙ্কা]
এর পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন নিজের অবস্থান। এদিন হুঙ্কার ছেড়ে বলেন, “আমার জীবন থাকতে আমি বাংলার মানুষের নাগরিকত্ব কাউকে কাড়তে দেব না। বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না। একজনকেও ক্যাম্পে পাঠাতে দেব না। প্রয়োজনে জীবন দিয়ে দেব।” মুখ্যমন্ত্রীর দাবি, অনেকেই সিএএ আদতে ঠিক কী, তা বুঝতে পারছেন না। সেই কারণেই খুশি হচ্ছেন, আনন্দে মাতছেন। আদতে গোটাটাই কেন্দ্রের ভোট লুটের ফাঁদ! যে ফাঁদে পা দিলে বিপদে পড়বেন বাংলার বহু মানুষ। হারাবেন ঘর-বাড়ি।