সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল সি ভি বোস আনন্দ বোস। এবার ফের একই ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাঁর। রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে চুপ করে বসে থাকবেন না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ নাটকের উপমা টানেন। বলেন, “রাজ্যে আইনগত বা সাংবিধানিক সংকট তৈরি হলে আমি শেক্সপিয়ারের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।”
[আরও পড়ুন: চণ্ডীপুরে ‘কনভয়ে’ যুবকের মৃত্যুর ঘটনায় হাই কোর্টে মামলা শুভেন্দুর, CBI তদন্ত দাবি]
রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে নবান্নের সঙ্গে বেশ ‘সুসম্পর্ক’ ছিল সি ভি আনন্দ বোসের। সরস্বতী পুজোর সময় ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোজ মুখ্যমন্ত্রী। তা নিয়ে রাজনৈতিক মহলে কম মতানৈক্য হয়নি। তবে তারপর থেকে রাজভবন এবং নবান্নের মধ্যে দূরত্ব বাড়ে। প্রথম সংঘাত বাঁধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে। মাঝে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি নিয়েও বেশ সরব হন রাজ্যপাল। বিবৃতিতে রাজ্যকে বেশ কড়া বার্তা দিয়েছিলেন তিনি।
সম্প্রতি রাজ্যপাল একের পর এক বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করেন। তার জেরে রাজ্যপালকে ‘মত্ত হস্তী’র সঙ্গে তুলনা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একের পর এক ঘটনাপ্রবাহের মাঝে সাংবিধানিক কিংবা আইনগত সংকট তৈরির আশঙ্কায় রাজ্যপালের এহেন মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।