shono
Advertisement

Breaking News

বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য: ‘লক্ষ্মণরেখা পেরব না’, বললেন মুখ্যমন্ত্রী

বিচারপতির নানা মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় নবান্নে সাংবাদিকদের একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Posted: 07:51 PM Jan 11, 2024Updated: 09:32 PM Jan 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক নেতাদের মন্তব্য না করাই সমীচীন। তবু অনেক সময়েই সেই সীমা পেরিয়ে নানা মন্তব্য শোনা যায় নেতাদের গলায়। সেসব নিয়ে সমালোচনাও কম হয় না। কিন্তু অভিজ্ঞ রাজনীতিক মাত্রই এ বিষয়ে সচেতন। প্রকাশ্যে কোনও বিচারাধীন বিষয় মন্তব্য করার ক্ষেত্রে উচিত-অনুচিত বোধ সক্রিয়। তাই যতই উসকে দেওয়ার চেষ্টা হোক, তাতে সংযম রক্ষা করাই বড় গুণ। আর সেটাই আরেকবার বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিচারাধীন একটি বিষয় নিয়ে তাঁর প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। তাতে মুখ্যমন্ত্রীর জবাব, ”বিচারব্যবস্থা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি আমার লক্ষণরেখা জানি। আপনারাও সেই রেখা অতিক্রম করবেন না।’’

Advertisement

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এজলাসের বাইরে একাধিক মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এমনকী অন্যান্য অনুষ্ঠানে গিয়েও নাম না করে রাজ্য প্রশাসন সম্পর্কে মন্তব্য শোনা গিয়েছে। সেসব নিয়েই এদিন মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। বিচারপতির মন্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়ার বদলে ‘লক্ষ্ণণরেখা’র কথা মনে করালেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমাকে এ সব প্রশ্ন করবেন না! বিচারব্যবস্থা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি আমার লক্ষণরেখা জানি। আপনারাও সেই রেখা অতিক্রম করবেন না।’’

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

এদিন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে যে চাপানউতোর চলছে, তা নিয়েও মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। সাফ জানান, তদন্ত চলছে, তাই কোনও মন্তব্য করবেন না। তবে মুখ্যমন্ত্রীর এই ‘লক্ষ্মণরেখা’  আসলে বিচারপতিকেই সীমা সম্পর্কে ঘুরিয়ে বার্তা দেওয়া বলে মনে করছে ওয়াকিবহাল মহলের মত।    

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement