shono
Advertisement

‘শাহ-শিণ্ডেরা রোদে বসলে ১০ লক্ষ টাকা দেব’, গরমে ১৩ জনের মৃত্যুতে কটাক্ষ AIMIM সাংসদের

মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে মৃত্যু হয়েছে ১৩ জনের।
Posted: 01:38 PM Apr 19, 2023Updated: 01:38 PM Apr 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহ (Amit Shah), একনাথ শিণ্ডে (Eknath Shinde) ও দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis) যদি তিন ঘণ্টা রোদের মধ্যে বসে থাকেন, তাহলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে-এমনটাই ঘোষণা করলেন এআইএমআইএম সাংসদ। প্রবল গরমের মধ্যেই অনুষ্ঠানের আয়োজন করেছিল একনাথ শিণ্ডের মহারাষ্ট্র (Maharashtra) সরকার। সেখানে ১৩ জনের মৃত্যুর পরেই এহেন প্রস্তাব দিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসির দলের সাংসদ।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে সম্মান জানাতে ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হওয়ার পরেই প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। অন্তত ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

[আরও পড়ুন: প্রেম প্রস্তাব! ‘বিরাট কাকু, ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি?’, পোস্টার হাতে আরজি খুদের]

এই ঘটনার পরেই সরকারকে একহাত নিয়েছেন ঔরঙ্গাবাদের এআইএমআইএম (AIMIM) সাংসদ ইমতিয়াজ জলিল। তিনি বলেন, “দুপুরে রোদের মধ্যে লক্ষাধিক মানুষকে অনুষ্ঠানে ডাকা হল। নেতারা ছায়ার তলায় বসলেও রোদের মধ্যেই ছিলেন অগণিত মানুষ। এহেন আচরণ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমন খোলা মাঠের মধ্যে এই অনুষ্ঠান আগে কোনওদিন হয়নি।”

মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। সেই পদক্ষেপকে কটাক্ষ করে জলিল বলেছেন, “এইভাবে মানুষের জীবনের মূল্য নির্ধারণ করা যায় কি? তাহলে আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তিনজন টানা তিন ঘণ্টা রোদের মধ্যে বসে থাকুন। আমি তাহলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেব।” জলিলের আরও দাবি, সরকারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হোক। কোটি কোটি টাকা খরচ হলেও কেন এমন অব্যবস্থার শিকার হলেন অতিথিরা, সেই প্রশ্নও তুলেছেন এআইএমআইএম সাংসদ। 

[আরও পড়ুন: আতিক হত্যাকাণ্ডে সাসপেন্ড ৫ পুলিশ কর্মী, মোস্ট ওয়ান্টেডের তালিকায় গ্যাংস্টারের স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement