shono
Advertisement

Breaking News

আসছে সিক্যুয়েল, ফিরছেন কি ‘পার্টনার’রা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেভিড ধাওয়ান বদ্ধপরিকর- তিনি ২০০৭-এ তৈরি তাঁর হিট ছবি ‘পার্টনার’-এর একটা সিক্যুয়েল বানাবেনই! কিন্তু, এই কথাটা সংবাদমাধ্যমকে জানানোর পরেই যে প্রশ্নটা উঠছে, তা খুব একটা স্বস্তিদায়ক নয়। ‘পার্টনার’-এর দ্বিতীয় পর্ব না-হয় তিনি বানালেন! কিন্তু, সলমন খান আর গোবিন্দা- দু’জনেই ছবিতে অভিনয় করবেন তো? এমন প্রশ্ন ওঠার কারণ অবশ্য রয়েছে। হালফিলে কী […] The post আসছে সিক্যুয়েল, ফিরছেন কি ‘পার্টনার’রা? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:17 PM Nov 06, 2016Updated: 04:47 PM Nov 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেভিড ধাওয়ান বদ্ধপরিকর- তিনি ২০০৭-এ তৈরি তাঁর হিট ছবি ‘পার্টনার’-এর একটা সিক্যুয়েল বানাবেনই!
কিন্তু, এই কথাটা সংবাদমাধ্যমকে জানানোর পরেই যে প্রশ্নটা উঠছে, তা খুব একটা স্বস্তিদায়ক নয়। ‘পার্টনার’-এর দ্বিতীয় পর্ব না-হয় তিনি বানালেন! কিন্তু, সলমন খান আর গোবিন্দা- দু’জনেই ছবিতে অভিনয় করবেন তো?
এমন প্রশ্ন ওঠার কারণ অবশ্য রয়েছে। হালফিলে কী ডেভিড ধাওয়ান, কী সলমন খান- কারও সঙ্গেই গোবিন্দার সম্পর্ক খুব একটা কেন, একদমই ভাল নয়! একটা সময়ে তো স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন গোবিন্দা- তিনি আর ডেভিড ধাওয়ানের ছবিতে কাজ করবেন না! “আমি ডেভিড ধাওয়ানের সঙ্গে আর ছবি করব না। আমার দুঃসময়ে তিনি কোনও সাহায্যই করেননি”, সাফ জানিয়ে দিয়েছিলেন গোবিন্দা। অভিমান করে এ-ও বলেছিলেন, “ডেভিড ধাওয়ান এখন এক গর্বিত পিতা! ওঁর আর আমায় দরকার নেই!”
ফলে, এখানেই ছবির সিক্যুয়েলে গোবিন্দার থাকার ব্যাপারে একটা ঢ্যাঁড়া পড়ে গেল! আর, সলমন? তাঁকে নিয়ে গোবিন্দার অসুবিধাটা ঠিক কী?
যা শোনা যাচ্ছে, এখানে অসুবিধা রয়েছে দুই তরফেই! গোবিন্দা যখন একটা সময়ে কোনও কাজ পাচ্ছিলেন না, তখন তাঁকে কিছু কিছু কাজ দিয়ে সাহায্য করেন সলমন। ডেভিড ধাওয়ানের মতো তিনি মুখ ফিরিয়ে থাকেননি পুরনো বন্ধুর দিক থেকে। কিন্তু, এর পরে না কি তাঁর অহং চোট খায় গোবিন্দার ব্যবহারে। তাঁর জন্মদিনের পার্টিতে গোবিন্দা না আসায়! কানাঘুষো বলছে, এর পরেও সলমন নিজের প্রোডাকশনের এক ছবিতে গোবিন্দাকে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন গোবিন্দা। “আমার মনে হয়েছিল, ওই ছবির চিত্রনাট্য আমার উপযুক্ত নয়”, ছবিটা না করার কারণ এভাবেই জানিয়েছিলেন গোবিন্দা।
এর পরে গোবিন্দা মর্মাহত হন সলমনের ব্যবহারে। বলিউডের গুজব বলছে, গোবিন্দা নিজের মেয়ে নর্মদাকে ছবিতে নামানোর ব্যাপারে সলমনের সাহায্য চেয়েছিলেন। কিন্তু সলমনের কাছ থেকে কোনও সাড়া মেলেনি। বক্স অফিসেও চূড়ান্ত ফ্লপ করে টিনা আহুজা নামধারী নর্মদার প্রথম ছবি ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’। গোবিন্দা না কি মনে করেন, সলমন নর্মদাকে ছবিতে নামালে এমনটা হত না।
সব মিলিয়ে, ‘পার্টনার’ সিক্যুয়েলে কে থাকছেন আর কে থাকছেন না- সেটা এখনও বিশ বাঁও জলে! খুব সম্ভবত বরুণ ধাওয়ানের সঙ্গে অন্য কাউকে নিয়ে ছবির দ্বিতীয় পর্বটা বানাবেন ডেভিড ধাওয়ান! দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!

Advertisement

The post আসছে সিক্যুয়েল, ফিরছেন কি ‘পার্টনার’রা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement