shono
Advertisement

অক্ষয়ের বাড়িতে কী করছেন উইল স্মিথ?

উপস্থিত ছিলেন সেলিব্রেশনে৷ The post অক্ষয়ের বাড়িতে কী করছেন উইল স্মিথ? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:18 AM Aug 30, 2016Updated: 06:48 PM Aug 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় হলিউড তারকাদের দেখা যাওয়ার ঘটনা নতুন নয়৷ এবার হলিউডের ‘ম্যান ইন ব্ল্যাক’ খ্যাত উইল স্মিথকে দেখা গেল বলিউডে৷ বলি তারকাদের সঙ্গে পার্টি করছেন চুটিয়ে৷ কে নেই সেই পার্টিতে? আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা থেকে শুরু করে করণ জোহর৷ প্রত্যেকেই উপস্থিত ছিলেন সেলিব্রেশনে৷ কিন্তু উইল স্মিথের উপস্থিতি যেন বলি পার্টিতে যোগ করেছিল বাড়তি গ্ল্যামার৷

Advertisement

সম্প্রতি অক্ষয় কুমার ‘রুস্তম’ ছবির সাফল্যের জন্য এই পার্টির আয়োজন করেছিলেন এবং সেখানেই হাজির থাকতে দেখা গেল উইল স্মিথকে৷ স্মিথের উপস্থিতিতে স্বভাবতই খুশি অক্ষয় এবং টুইঙ্কল খান্না৷ টুইট করে নিজেদের খুশির কথা জানিয়েছেন টুইঙ্কল স্বয়ং৷ পাশাপাশি জ্যাকলিন ফার্নান্ডেজের টুইটও বুঝিয়ে দিয়েছে গোটা রাত ধরে চলা এই পার্টিতে তাঁরা ঠিক কতটা মজা করেছেন৷

দেখে নিন সেই পার্টির কয়েক ঝলক:

The post অক্ষয়ের বাড়িতে কী করছেন উইল স্মিথ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement