সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক ঘন্টার মধ্যে বদলে গেল ছবিটা। সোশাল মিডিয়াতে তিনি দাবি করেছিলেন খুব দ্রুত মাঠে ফিরবেন। হ্যাঁ সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) কথা বলা হচ্ছে। তবে এখন শোনা যাচ্ছে আইপিএলে (IPL 2024) শুরু থেকে খেলতেই পারবেন না তারকা ব্যাটার। পুরো ফিট না হওয়ার জন্য প্রথম থেকে তাঁর সার্ভিস পাবে না মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বিসিসিআই (BCCI) সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
এই ইস্যুতে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেছেন, “সূর্য খুব ভালো উন্নতি করছে। এই মুহূর্তে এনসিএ-তে ওর রিহ্যাব চলছে। আইপিএলে ওকে খেলতে দেখা যাবে। যদিও এনসিএ-র স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিক্যাল টিম ওকে এখনও পর্যন্ত ফিট সার্টিফিকেট দেয়নি। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম দুই ম্যাচে সূর্যর খেলার সম্ভাবনা খুবই কম।”
[আরও পড়ুন: ড্রেসিংরুমেই মন্দির! নারকেল ফাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে নতুন ইনিংস শুরু করলেন হার্দিক]
২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। সেটা আবার অ্যাওয়ে ম্যাচ। এর পর ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে নামবে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) দল। সেই দুটি ম্যাচে সূর্যর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
কয়েক দিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে ফিরে আসার বার্তা দিয়েছিলেন সূর্য। লিখেছিলেন, ‘কয়েকটা কথা পরিষ্কার করতে চাই। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যাঁরা জানেন না তাঁদের বলতে চাই, আমার স্পোর্টস হার্নিয়া হয়েছিল। কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে। গোড়ালিতে কিছু হয়নি। আমি সুস্থ হয়ে উঠছি। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে।’
গত বছরের ১৪ ডিসেম্বর। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচ জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। পাশাপাশি সূর্যর ব্যাট থেকে ঝকঝকে একটি শতরান বেরিয়ে আসে। কিন্তু সেই ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি পায়ে মারাত্মক চোট পান। দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লে’র শুরুতেই অর্থাৎ ৬ ওভারের মধ্যেই চোট পেয়ে তিনি মাঠের বাইরে চলে যান। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি মুচড়ে যায়। শেষ পর্যন্ত সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন। অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে তিনি পায়ের উপর ভর দিতেই পারছিলেন না। এর পর থেকেই মাঠের বাইরে সূর্য।
একদিনের ক্রিকেটে তেমন সাফল্য না পেলেও, ২০ ওভারের ফরম্যাটে সূর্যর পারফরম্যান্স দেখার মতো। এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন তিনি। ৬০টি ম্যাচে করেছেন ২১৪১ রান। সর্বোচ্চ ১১৭ রান ইংল্যান্ডের বিরুদ্ধে। গড় ৪৫.৫৫। স্ট্রাইক রেট ১৭১.৫৫। সঙ্গে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি। খুব স্বাভাবিকভাবেই সূর্যর এই চোট টিম ম্যানেজমেন্টের চিন্তা বেড়েছে। এর মধ্যে আবার জুন মাস থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সূর্যর ব্যাটে সবাই রান দেখতে চাইছেন।