shono
Advertisement

‘আমার গলা কেটে দিলেও কাজ করব’, বিদ্যাসাগরের মূর্তিস্থাপন মঞ্চে চ্যালেঞ্জ মমতার

‘তৃণমূল একাজ করলে ঠাস ঠাস করে চড় মারতাম’, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা৷ The post ‘আমার গলা কেটে দিলেও কাজ করব’, বিদ্যাসাগরের মূর্তিস্থাপন মঞ্চে চ্যালেঞ্জ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Jun 11, 2019Updated: 05:20 PM Jun 11, 2019

রাহুল চক্রবর্তী: কথা দিয়ে কথা রাখল রাজ্য সরকার৷ এক মাসেরও কম সময়ে বিদ্যাসাগর কলেজের ভেঙে যাওয়া মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা হল৷ মঙ্গলবার দুপুরে হেয়ার স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী৷ শ্বেত ব্রোঞ্জমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন একে একে বহু বিশিষ্ট ব্যক্তি৷ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব৷

Advertisement

[আরও পড়ুন: সময়ের আগেই জমা পড়তে পারে পে কমিশনের রিপোর্ট! চেয়ারম্যানকে তলব মুখ্যমন্ত্রীর]

১৪ মে৷ বাংলায় শেষ দফা লোকসভা নির্বাচনের আগে কলকাতায় ভোট প্রচার করতে এসেছিলেন অমিত শাহ৷ ছিল তাঁর রোড শো৷ আর তা ঘিরে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে অমিত শাহকে কালো পতাকা দেখানো পড়ুয়াদের উপর চলে হামলা৷ সেই হামলার রেশ গড়ায় বিদ্যাসাগর কলেজ পর্যন্ত৷ শিক্ষাঙ্গনে আছড়ে পড়ে দুই রাজনৈতিক দলের সংঘর্ষের রেশ৷ দু’পক্ষের হাতাহাতির শিকার হন কলেজে প্রতিষ্ঠিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শতাব্দী প্রাচীন মূর্তিটি৷ এনিয়ে ভোটের আগে রাজনীতি কম হয়নি৷ ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছিল দলমত নির্বিশেষে আমবাঙালি৷ ঘটনার নেপথ্যে বিজেপি সমর্থিত জনা কয়েক যুবকের যুক্ত থাকার ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে৷ সে বিষয়টি এড়িয়ে রাজ্যে এসে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তিনি পঞ্চধাতুর মূর্তি স্থাপন করে দেবেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য সেই আলগা আবেগে গা ভাসাননি৷ তিনি ঘটনার যথাযথ প্রতিবাদ করে জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব মূর্তি পুনঃস্থাপিত করা হবে৷

সেই কথামতোই একমাসেরও কম সময়ে ধাতুর মূর্তি স্থাপিত হল আজ, মঙ্গলবার৷ একে বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের মতো করে বিদ্যাসাগরের সঙ্গে তাঁদের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করলেন৷ জয় গোস্বামী, সুবোধ সরকার, আবুল বাশার, শুভাপ্রসন্ন থেকে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সোহিনী সেনগুপ্ত, অরিন্দম শীলরাও ব্যক্ত করলেন নিজেদের অনুভূতি৷ বিশেষভাবে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে, এত দ্রুত মূর্তি পুনঃস্থাপন করে দেওয়ার জন্য৷ আর সবশেষে বলতে উঠে মুখ্যমন্ত্রী আবারও দৃঢ়প্রতিজ্ঞ স্বরে বললেন, ‘আমরা টাকাপয়সা দিয়ে কিছু করি না৷ হৃদয় দিয়ে ছুঁয়ে কাজ করি৷ বিদ্যাসাগরের চারটি মূর্তি গড়া হচ্ছে, তা হৃদয় দিয়ে৷ একটা মূর্তি ভেঙে কি আমাদের হৃদয়ের চেতনা ভাঙতে চাইছে? তবে কি সংস্কৃতি ভুলিয়ে দিতে চায়? ভাষা রুদ্ধ করে দিতে চায়? কিন্তু জানবেন, মূর্তি ভেঙে বর্ণপরিচয় মোছা যায় না৷’ মূর্তি ভাঙার জন্য ফের বিজেপিকে দায়ী করে তাঁর একেবারে কড়া শাসন, ‘তৃণমূলের কেউ একাজ করলে, ঠাস ঠাস চড় মারতাম৷’

[আরও পড়ুন: রোগীমৃত্যু ঘিরে ধুন্ধুমার এনআরএসে, হাসপাতালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের]

বিদ্যাসাগর মূর্তির পুনঃপ্রতিষ্ঠার মঞ্চ থেকে এদিনও মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিশানায় উঠে এল বিজেপি৷ একই আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বারবার মনে করিয়ে দিলেন, বাংলা গুজরাট নয়৷ বাংলাকে গুজরাট তৈরির ষড়যন্ত্র চলছে৷ দাঙ্গাবাজদের রুখে দিতে হবে৷ করজোড়ে তিনি এই আহ্বানও জানান, ‘আজ বিদ্যাসাগরের মূর্তির পায়ের তলায় দাঁড়িয়ে বলছি, মনীষীদের অসম্মান করবেন না৷ বিদ্যাসাগর কলেজে যে দুষ্কৃতী তাণ্ডব চলেছে, তা অমার্জনীয় অপরাধ, বাংলার প্রতি অপমানজনক৷ বাংলার অপমান দেখলে তা জীবন দিয়ে রুখব৷ এটাই তাঁর প্রতি শ্রদ্ধা৷ আমাকে সরিয়ে দিন, গলা কেটে দিন৷ তবুও আমি কাজ করে যাব৷’ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের বসতবাড়ি এবং সেখানকার ভগবতী বিদ্যালয়টিকে হেরিটেজের স্বীকৃতি দেওয়া হবে৷ এদিন উন্মোচনের পর মূর্তিটি নিয়ে বিদ্যাসাগর কলেজ পর্যন্ত হাঁটলেন মুখ্যমন্ত্রী এবং বিশিষ্টজনেরা৷ 

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানালেও এদিনের অনুষ্ঠানে সমালোচনার কাঁটাও ছিল৷ একদিকে এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তার নিগ্রহের প্রতিবাদে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা, সেখানে হস্তক্ষেপ না করে মুখ্যমন্ত্রীর মূর্তি উন্মোচনে ব্যস্ত, তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে৷

ছবি: পিন্টু প্রধান৷

The post ‘আমার গলা কেটে দিলেও কাজ করব’, বিদ্যাসাগরের মূর্তিস্থাপন মঞ্চে চ্যালেঞ্জ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement